বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের অভিযানে সাড়ে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী বেল্লাল প্যাদাকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদকের কাজে ব্যবহুত একটি ইয়ামাহা মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা ব্জব্দ করা হয়।
এঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেফতাকৃত মাদক ব্যবসায়ীসহ পালিয়ে যাওয়া অপর দুই ব্যবসায়ীকে আসামি করে মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
বৃহস্পতিবার সকালে গৌরনদী সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার এসএম আল বেরুণী আগৈলঝাড়া থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজিহার ইউনিয়নের মৃত্যুঞ্জয় মুন্সির বাড়ির সামনে বাশাইল-বাটরা সড়কে অভিযান চালানো হয়। এসময় একটি ট্রাভেল ব্যাগে ভরা ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যর ৬ কেজি ৪শ গ্রাম গাঁজাসহ গৌরনদী থানার পূর্ব গরঙ্গলপট্টি গ্রামের আব্দুল হক প্যাদার ছেলে মাদক ব্যবসায়ী মো. বেল্লাল প্যাদাকে (৩২) আটক করা হয়। এসময় পুলিশের অভিযান টের পেয়ে আগৈলঝাড়া থানার বাহাদুরপুর (ভাজনা) গ্রামের সামসুল হক বেপারীর ছেলে জামাল বেপারী (৪৩) এবং বড় বাশাইল গ্রামের কার্তিক মুন্সির ছেলে উত্তম মুন্সি (৩২) পালিয়ে যায়। মাদক ব্যবসায় সংশ্লিষ্ট একটি ইয়ামাহা মোটরসাইকেল, মোবাইল ফোন ও মাদক বিক্রির ১৬২০টাকা জব্দ করা হয়।
এঘটনায় উপপরিদর্শক তরিকুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত বেল্লাল প্যাদাকে বৃহস্পতিবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।