বরিশালের আগৈলঝাড়ায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক এক নারী আসামিকে গ্রেপ্তার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিকে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, উপজেলার চাউকাঠী গ্রামের আব্দুল জলিলের স্ত্রী মরিয়ম বেগমকে মঙ্গলবার রাতে সহকারী উপপরিদর্শক সুব্রত চন্দ্র রায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত মরিয়ম গৌরনদী থানার সিআর ১২৯/২০ মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। মরিয়মের বিরুদ্ধে বরিশালের একটি আদালত ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ৪৩ হাজার ৮শ ৫০টাকা প্রদানের আদেশ প্রদান করেন। আদালতের রায় ঘোষণার দিন থেকেই মরিয়ম পলাতক ছিলেন। গ্রেপ্তারকৃত আসামিকে বুধবার বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।