সজিবুল ইসলাম, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে। নিলাদ্রি, শিমুল বাগান, টাঙ্গুয়ার হাওর, লাকমা ছড়া, লালগাট, বারেক্কে টিলা।
বিকি বিল সহ সুন্দর প্রাকৃতির দৃশ্যে ঘেরা তাহিরপুর উপজেলা। নিলাদ্রি লেক তাহিরপুর উপজেলার একটি সুন্দরর্যে ঘেরা একটি লেখ এটি ভারতের মেঘালয়ের পাদদেশে বাংলাদেশ সীমান্ত ঘেঁষে অবস্থিত। নিলাদ্রির নীল পানিতে গোসল করতে হাজারো পর্যটকদের ভির দেখা যায় ছুটির দিন। নিলাদ্রি লেককে শহীদ সিরাজ লেকও বলা হয়ে থাকে।
এক দিকে ভারতের পাহাড় অন্য দিকে বাংলাদেশের ছোট ছোট টিলা মধ্যে নিলাদ্রি লেখ দেখতে অতি মন মুগ্ধকর। জয়নাল আবেদীন তার নিজের জায়গায় কয়েক হাজার শিমুল গাছ লাগান। শীত কালে শিমুল গাছের পাতা ঝরে পরে এবং লাল রংগের শিমুল ফুল ফুটে একি সাথে অনেক গুলো গাছে ফুল ফুটায় খুব সুন্দর একটি দৃশ্যের তৈরি হয়। এই লাল ফুলের বাহার দেখতে বাংলাদেশের ভিবিন্ন স্থান থেকে পর্যটকেরা আসে তাহিরপুরে।
হিজল – করচ গাছে ঘেরা টাঙ্গুয়ার হাওর। ৩৮ টি ঝরনা, ৬৯১২ একর জায়গা নিয়ে টাঙ্গুয়ার হাওর। সুন্দরবনের পর ২০০০ সালে বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে। হাওরের পানি এবং পাখিদের কলকাকলি দেখতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে পর্যটকদের আনাগোনা হয়ে থাকে। লাকমা ছড়া এবং লালগাট ভারতের ঝরনা বাংলাদেশের সীমান্ত বয়ে যায়। বারেক্কে টিলায় পাহাড়, বিকি বিলে লাল সাফলা ফুল দেখতে খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য।