৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ১০:০৬
শিরোনামঃ

বরিশাল বোর্ডে এসএসসি পরীক্ষায় শনিবার অনুপস্থিত ১১২১ পরীক্ষার্থী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, সেপ্টেম্বর ২৪, ২০২২,
  • 187 সংবাদটি পঠিক হয়েছে

 

চলমান এসএসসির পদার্থ বিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষায় বরিশাল শিক্ষাবোর্ডে অনুপস্থিত ছিল এক হাজার ১২১ জন পরীক্ষার্থী। এদিন অসদুপায় অবলম্বন করায় ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ কুমার গাইন।

তিনি জানান, বিভাগের ৬ জেলায় ১৮৭টি পরীক্ষা কেন্দ্রে আজ মোট ৯০ হাজার ১৬০ জন পরীক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিলো। তবে অংশ নিয়েছে ৮৯ হাজার ৩৯ জন পরীক্ষার্থী, ফলে অনুপস্থিতির সংখ্যা ১ হাজার ১২১ জন। আর শতকরা হিসেবে এর হার ১ দশমিক ২৪।

বোর্ড সূত্রে জানা গেছে, অনুপস্থিতির মধ্যে সর্বোচ্চ বরিশাল জেলায় ৩২০ জন রয়েছে, এরপর পটুয়াখালীতে ২৫১ জন, ভোলায় ১২০ জন, পিরোজপুরে ১৪২ জন, বরগুনায় ১২১ জন ও ঝালকাঠিতে ৯৭ জন রয়েছে।

অপরদিকে বহিষ্কৃতদের মধ্যে ৩ জনই বরিশাল জেলার পরীক্ষার্থী।

উল্লেখ্য, বরিশাল শিক্ষা বোর্ডে ১ হাজার ৪৬৩টি বিদ্যালয়ের ৯৫ হাজার ৯৭৬ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। যার মধ্যে ছাত্র ৪৬ হাজার ৩৪৬ জন এবং ছাত্রী ৪৯ হাজার ৬৩০ জন। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য বরিশাল জেলায় ৪টি এবং বোর্ডের অপর ৫টি জেলায় ৫টি ভিজিলেন্স টিম রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo