কুমিল্লায় স্ত্রীর নির্যাতনের শিকার হয়ে স্বামীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লা জেলার মেঘনা থানাদীন তুলাতলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবক বরিশালের ৫ নং ওয়ার্ড ৭ নং পলাশপুর এর মৃতঃ চেরাগ আলী মোল্লার ছেলে নুর হোসেন মোল্লা (৩৫)।
নিহত যুবক নুর হোসেনের মা মালেকা বেগম জানান,
নুর হোসেনের স্ত্রী মমতাজ বেগম কুমিল্লায় বসে আমার ছেলেকে শারীরিক ও মানসিক নির্যাতন করত।
মালেকা বেগম আরও জানান, আমার ছেলে এর প্রতিবাদ করলে বিভিন্ন ধরনের হুমকি দিত যা সে আমাকে মোবাইলে বলত। আমি আগামীকাল জানতে পারি আমার ছেলে মারা গেছে তাকে হত্যা করা হইছে আমি স্ত্রী মমতাজের বিচার চাই।
মেঘনা থানার ওসির জানান, আমরা খবর পেয়ে যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি রির্পোট পেলে আইন আনুগ ব্যবস্থা নেওয়া হবে।