৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৫৩
শিরোনামঃ

নিজ এলাকায় ফিরলেন সাংসদ পংকজ নাথ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, সেপ্টেম্বর ২৮, ২০২২,
  • 260 সংবাদটি পঠিক হয়েছে

নিজ এলাকায় ফিরেছেন হিজলা-মেহেন্দিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ। বুধবার দুপুরে তিনি মেহেন্দিগঞ্জে গেলে হাজার হাজার নেতাকর্মীরা আনন্দ আর বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেন।

প্রিয় নেতা মেহেন্দিগঞ্জে আসছে এমন সংবাদ এলাকায় পৌঁছলে হাজার হাজার নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে মেহেন্দিগঞ্জের প্রাণকেন্দ্র পাতারহাট বন্দর। নেতাকে বরন করে নিতে  তার সমর্থকরা ভীড় করে। এসময় সকলের উদ্যোশে পংকজ নাথ তার বক্তব্যে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন আজ। যতদিন রবে শেখ হাসিনার হাতে দেশ নিরাপদ থাকবে বাংলাদেশ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আজ উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। এসময় সাংসদ পংকজ নাথ প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় দোয়া-মোনাজাত করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা পরিষদ সভাকক্ষে দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ শেষে জন্মদিনের কেক কেটে উৎসব উদযাপন করে সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, সহ সভাপতি সুভাষ চন্দ্র সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আক্তার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রাকিব মাহমুদ তালুকদার, সহ-দপ্তর সম্পাদক অজয় গুহ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মুশফিকুর রহমান নিউটন, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, ইউপি সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo