নিজস্ব প্রতিবেদকঃ জাতীয়তাবাদী শ্রমিক দল সৌদি আরবের আল জুবাইল প্রদেশিক শাখার ১০১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) রাতে মোহাম্মদ জুয়েল হোসেনকে সভাপতি ও রাসেল আহমেদ রানাকে সাধারণ সম্পাদক করে এ কমিটি আগামী ১ বছরের জন্য অনুমোদন দেয় সৌদি আরব পূর্বাঅঞ্চল কেন্দ্রীয় শ্রমিক দল।
এর আগে সৌদি আরব পূর্বাঅঞ্চল কেন্দ্রীয় শ্রমিক দলের আয়োজনে জুবাইল প্রদেশিক শাখার কমিটি গঠন ও বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সৌদি আরব পূর্বাঅঞ্চল কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি বিপ্লব হোসেন আজাদের সভাপতিত্বে ও সৌদি আরব পূর্বাঅঞ্চল কেন্দ্রীয় শ্রমিক দলের সাধারণ-সম্পাদক রিয়াজ উদ্দিন মাহমুদ রিয়াজের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঅঞ্চল কেন্দ্রীয় বিএনপির সাধারণ-সম্পাদক এডঃ মীর সিদ্দিকুর রহমান ইমরান।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মীর সিদ্দিকুর রহমান ইমরান বলেন, বর্তমান ফ্যাসিস্ট ভোটার বিহীন নিশিরাতের অবৈধ সরকারের হাত থেকে বাংলাদেশের গণতন্ত্র মুক্ত করার আন্দোলনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা থেকে উদ্ধার করা সহ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বদেশে ফিরিয়ে আনার বিএনপির যে আন্দোলন- সংগ্রাম চলমান রয়েছে সেই আন্দোলনে সাথে সর্বক্ষণ মাঠে থাকার লক্ষে আমরা সৌদি আরব পূর্বাঅঞ্চল কেন্দ্রীয় কমিটি রাজপথে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাব।
এ সময় নবগঠিত সৌদি আরবের আল জুবাইল প্রদেশিক শ্রমিকদলের সভাপতি মোহাম্মদ জুয়েল হোসেন বলেন, আমাদের গণতন্ত্র, ভোটের অধিকার রক্ষা করার পাশাপাশি আমাদের গনতন্ত্রের মা বিএনপি চেয়াপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা থেকে মুক্ত করার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে এই অবৈধ সরকারকে বিতাড়িত করতে হবে।