৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর ২:২৮
শিরোনামঃ

নিষেধাজ্ঞার ৮ দিনেও বরাদ্দের চাল পায়নি বরিশালের জেলেরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, অক্টোবর ১৪, ২০২২,
  • 226 সংবাদটি পঠিক হয়েছে

ইউনুস আলী। বরিশাল সদর উপজেলার ৯ নম্বর টুংগীবাড়িয়া ইউনিয়নের নিবন্ধিত ইলিশ জেলে। ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ শিকারে নিষেধাজ্ঞার ৮ দিন পার হলেও এখনও সরকারের বরাদ্দকৃত কোনো চাল পাননি এ জেলে। ফলে পরিবার নিয়ে চরম মানবেতর জীবন-যাপনের কথা জানান ইউনুস।

একই ইউনিয়নের আরেক জেলে সেলিম মাঝি কান্না জড়িত কন্ঠে বলেন, ‘মোরা দেনায় জর্জরিত। মাছ ধরতে না পারলে দেনা পরিশোধ হরমু কি দিয়া। ঘরে সয়সদয় যা আছেলে হ্যা শেষ, এহন খামু কি। দুই হপ্তা গেলেও সরকারেরডে গোনে মোরা কিছু পাই নাই। ফলে পেডের দায় বাধ্য হইয়া হেদিন মাছ ধরতে গেছি পুলিশ আইয়া জালডু লইয়া গেছে। এহন আরো দেনায় পড়ছি। মহাজনরে জালের দামও দেওন লাগবে।’

শুক্রবার (১৪ অক্টোবর) বরিশাল সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন ঘুরে এমনি অভিযোগ শোনা যায় জেলেদের মুখে। সবার একটাই অভিযোগ নিষেধাজ্ঞার ৮ দিন শেষেও এখনো কেন তাদের ঘরে চাল পৌঁছায়নি। ফলে অনেকেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে জীবিকার তাগিদে বাধ্য হয়েই জাল নিয়ে নদীতে নামছে। একদিকে প্রশাসনের অভিযান চলছে, অন্যদিকে জেলেরা খুধার তাড়নায় নদীতে জাল ফেলছে।

চাল না পাওয়ার ব্যাপারে সদর উপজেলার ৯ নম্বর টুংগীবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. নূর হোসেন মামুন বলেন, জেলেদের জন্য বরাদ্দের চালের চিঠি আমাদের হাতে এসে পৌঁছেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩-৪ দিনের মধ্যেই চাল বিতরণ শুরু হবে।

বরিশাল সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অধ্যাপিকা শাহ সাজেদা বলেন, ইলিশ সংরক্ষনে সরকার দেয়া ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে হলে ইলিশের সাথে সরাসরি জড়িত জেলেদের ঘরে ঘরে সময় মত চাল পৌঁছে দিতে হবে। অন্যথায় জেলেদের ইলিশ শিকার থেকে বিরত রাখা যাবে না। জেলেদের ঘরে ঠিকমতো খাবার পৌঁছালে জেলেরা নদীতে নয় ঘরেই থাকবে।

বরিশাল জেলা মৎস অধিদফতর সূত্রে জানা যায়, জেলার দশটি উপজেলায় মোট ৭৫ হাজার নিবন্ধিত জেলে রয়েছে। এর মধ্যে ৫১ হাজার ৭ শ’ জন জেলের জন্য বরাদ্দের চাল এসেছে ত্রান ও পুনর্বাসন মন্ত্রণালয় থেকে। তবে নিষেধাজ্ঞার ৮ দিন পার হলেও এখনও জেলার সকল উপজেলায় সেই চাল বিতরণ শুরু করতে পারেনি মৎস অধিদপ্তর।

এর মধ্যে বাকেরগঞ্জ, হিজলা ও মুলাদী উপজেলায় ইতিমধ্যে চাল বিতরণ শুরু হয়েছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। এদিকে বাকেরগঞ্জ উপজেলায় খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার শুধুমাত্র দুটি ইউনিয়নে চাল বিতরণ শুরু হয়েছে।

চাল বিতরনের বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা (চঃ দাঃ) মোঃ নাসির উদ্দিন বলেন, উপজেলার ১৪ টি ইউনিয়ন ও পৌরসভার মধ্যে বৃহস্পতিবার দুটি ইউনিয়নে চাল বিতরণ করা হয়েছে। বাকিগুলোতে আজ কালের মধ্যে বিতরণ শুরু হবে।

তিনি আরও জানান, বাকেরগঞ্জ উপজেলায় মোট ৫৩ শ’জেলে থাকলেও ৪২ শ’জেলের জন্য বরাদ্দকৃত চাল পেয়েছেন।

নিষেধাজ্ঞার ৮ দিনে জেলেদের বরাদ্দের চাল না পাওয়ার বিষয়ে বরিশাল মৎস অধিদফতরের জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, জেলেদের বরাদ্দের চাল প্রতিটি উপজেলায় চেয়ারম্যান মেম্বারদের মাধ্যমে দু’এক দিনের মধ্যেই বিতরণ শুরু করা হবে। ইতিমধ্যে ৩টি উপজেলার চাল বিতরণ শুরু হয়েছে।

তিনি আরও জানান, বরিশাল জেলায় মোট ৭৫ হাজার নিবন্ধিত জেলে রয়েছে। এর মধ্যে ৫১ হাজার ৭ শ’ জনের জন্য বরাদ্দকৃত চাল এসেছে। বাকি প্রায় সাড়ে ২৩ হাজার জেলে পুরোপুরি এ বরাদ্দের আওতার বাইরে থাকছে।

বরাদ্দের আওতার বাইরে থাকা জেলেদের পরবর্তীতে চাল দেয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাকি জেলেদের দেওয়া সম্ভব নয়। ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় যে পরিমাণ চাল বরাদ্দ দিয়েছে তা দিয়ে যতদুর সম্ভব দেয়া যায় তা দিচ্ছি।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo