৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৩০
শিরোনামঃ

ঘূর্ণিঝড় সিত্রাং: বরিশালে লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, অক্টোবর ২৪, ২০২২,
  • 183 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বরিশালে সোমবার সকাল ৬টা থেকে বরিশালের অভ্যন্তরীণ রুটে একতলা বিশিষ্ট লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বরিশালের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক আ. রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

আ. রাজ্জাক বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বরিশাল নদী বন্দর এলাকায় বৈরী আবহাওয়া সৃষ্টি হওয়ায় সকল একতলা লঞ্চ ও স্পিডবোট পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ করা হয়েছে। এর আওতায় অভ্যন্তরীণ ১২টি রুটের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বিশেষ করে ভোলা, মেহেন্দীগঞ্জ, হিজলাসহ উপকূলীয় এলাকার লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে গতকাল সোমবার সকাল থেকে বরিশালে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত চলছে। বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বরিশাল পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার আব্দুর রহমান বলেন, সোমবার ভোরে জোয়ারের সময় পানি স্বাভাবিকের চেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে।

বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মাজহারুল ইসলাম জানান, সমুদ্র বন্দরের জন্য ৪ নম্বর সতর্ক সংকেত রয়েছে।

বরিশালের জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার বলেন, সম্ভাব্য ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি মোকাবিলা ও ঝড় পরবর্তী পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

রোববার বিকেলে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা হয়েছে। সভায় জানানো হয় যে, জেলায় ৫৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত আছে, যেখানে প্রায় ২ লাখ ৬৯ হাজার মানুষ আশ্রয় নিতে পারবে। শুকনা খাবার, সুপেয় পানি মোমবাতি, ওষুধপত্রের ব্যবস্থা রাখা হয়েছে। উদ্ধার তৎপরতায় প্রয়োজনীয় যানবাহন, সরঞ্জামাদিসহ প্রতিটি ইউনিয়নে ১টি করে মেডিকেল টিমের ব্যবস্থা করা হয়েছে। জেলার সকল স্থানে মাইকিং করা হচ্ছে। গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার চলাচল বন্ধ রাখার জন্য বলা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo