জাকির হোসেন পবা প্রতিনিধি: রাজশাহীর পবা উপজেলার ডাঙ্গেরহাট মহিলা কলেজের আয়োজনে নবীন বরণ, বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০১ নভেম্বর) কলেজ মিলনায়তনে ডাঙ্গেরহাট মহিলা কলেজের সভাপতি আলহাজ্ব মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী খাঁনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যক্ষ মো. আসলাম আলি। এসময় অতিথি ছিলেন পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম।
হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা, কর্নাহার থানা অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন, হুজুরীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, পবা উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারি ইউসুফ ও জাতীয় সাংবাদিক সংস্থার অন্যতম সদস্য জাকির হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষার্থী, অভিভাবক ও কলেজের শিক্ষক এবং কর্মচারীবৃন্দ।