৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর ২:০১
শিরোনামঃ

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, নভেম্বর ৬, ২০২২,
  • 225 সংবাদটি পঠিক হয়েছে

রোববার সকাল ১০টায় এডিলেড ওভালে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে টাইগাররা। ভারতের বিপক্ষে হারের হতাশা ভুলে পাকিস্তানের বিপক্ষে ভালো করার অপেক্ষায় রয়েছে সাকিব বাহিনী।

শুক্রবার রোলটন ওভালে অনুশীলনে প্রাণবন্ত ছিল টাইগাররা। তবে দেখা যায়নি দলের সেরা ব্যাটার লিটন দাসকে। এদিকে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগেই চোট সেরে উঠবেন বলে আশাবাদী বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী।

জানা গেছে, ভারতের বিপক্ষে ২৭ বলে তার ৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলার পথে হ্যামস্ট্রিংয়ে পুরোনো চোটের জায়গায় আবার চোট পান লিটন। যে কারণে বিশ্রামে রয়েছেন তিনি।

দেবাশিস চৌধুরী বললেন, পাকিস্তান ম্যাচের আগে হাতে সময় আছে। আমরা শনিবার তার পরীক্ষা করে দেখব। আশা করি, কোনো সমস্যা হবে না।

অর্থাৎ শেষ ম্যাচে খেলছেন লিটন। লিটনের মতো অবধারিতভাবেই একাদশে থাকছেন দলের সেরা পেসার তাসকিন আহমেদ। তার সঙ্গী তরুণ পেসার হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান থাকছেন। আর ওপেনিংয়ে সৌম্য সরকার ও নাজমুল হাসান শান্তর বিকল্প ভাবা যাচ্ছে না এ মুহূর্তে।

আর টপঅর্ডারে অধিনায়ক সাকিব আল হাসানের পর মিডলঅর্ডার সামলাতে রয়েছেন আফিফ হোসেন ধ্রুব ও মোসাদ্দেক হোসেন সৈকত।

এদিকে অফফর্মে থাকায় ব্যাটার ইয়াসির আলি রাব্বির জায়গায় স্পিন-অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে খেলানোর সম্ভাবনাই বেশি। এ হলে শেষ ম্যাচে ভারতের বিপক্ষে খেলা একাদশে একটিমাত্র পরিবর্তন আসতে পারে।

এক নজরে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (উইকেট কিপার), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo