৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৫২
শিরোনামঃ

হেরেও গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, ডিসেম্বর ৩, ২০২২,
  • 198 সংবাদটি পঠিক হয়েছে

আগেই নিশ্চিত হয়েছে শেষ ষোলো, বাকি ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। আজ সেটিও করে দেখাল ব্রাজিল। যদিও হারতে হয়েছে শেষমুহূর্তে গিয়ে। প্রথমার্ধে দারুণ খেলতে থাকা দলটি বিরতির পর গিয়ে ছন্দ হারায়। শেষ মুহূর্তে গিয়ে চমক দেখায় ক্যামেরুন। গোল করে তুলে নেয় জয়।

একইসঙ্গে প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপে ব্রাজিলকে হারানোর কীর্তি গড়ে দলটি। যদিও শেষ ষোলোয় জায়গা হয়নি তাদের। ৪ পয়েন্ট নিয়ে তিনে থেকে আসর শেষ করেছে তারা। শীর্ষে থাকা ব্রাজিলের পয়েন্ট ৬। সমান পয়েন্ট সুইজারল্যান্ডেরও। তবে গোল ব্যবধান বেশি হওয়ার কারণে শীর্ষস্থান দখল করেছে সেলেসাওরাই।

শুক্রবার রাতে কাতার বিশ্বকাপের ‘জি’ গ্রুপে লুসাইল স্টেডিয়ামে ক্যামেরুনের বিপক্ষে ১-০ ব্যবধানে হারে ব্রাজিল। আফ্রিকান দেশটির হয়ে শেষ মুহূর্তে গিয়ে একমাত্র গোলটি করেন ভিনসেন্ট আবু বাকার।

ম্যাচের শুরু থেকে আধিপত্য বজায় রাখা ব্রাজিল এগিয়ে যেতে পারত পঞ্চম মিনিটেই। আন্তনির দেওয়া পাস থেকে শট নেন ফ্রেদ। কিন্তু ক্যামেরুন সেটি ঠেকিয়ে দেয়। চতুর্দশ মিনিটে আবারও সুযোগ পায় ব্রাজিল। ফ্রেদের ক্রস বক্স থেকে দুর্দান্ত এক হেড নেন মার্তিনেল্লি। সেটি ঝাপিয়ে ঠেকান ক্যামেরুন গোলরক্ষক।

২০তম মিনিটে সুযোগ পায় ক্যামেরুন। বাঁ দিক থেকে বল টেনে নিয়ে বক্সে আবু বাকারের উদ্দেশে বল বাড়ান টোলো। কিন্তু আগেই ঝাপিয়ে সেই বল নিয়ন্ত্রণে নেন এদারসন। ৩৮তম মিনিটে দারুণ এক আক্রমণ শানায় ব্রাজিল। মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে যেতে ফাউলের শিকার হন মার্তিনেল্লি। তিনি পড়ে গেলেও বল পেয়ে টানতে থাকেন ফ্রেদ। বক্সে আন্তনিকে খুঁজে নেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ডিফেন্ডার। তবে আন্তনির নেওয়া শট ঠেকিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক।

প্রধমার্ধের যোগ করা সময়ে বল টেনে নিয়ে মার্তিনেল্লির নেওয়া বুলেট গতির শট ঠেকিয়ে দেন এপাসি। দুই মিনিট পর সেরা সুযোগ পায় ক্যামেরুন। সতীর্থের দারুণ এক ক্রস বক্স থেকে হেড নেন এমবোমো। দুর্দান্ত সেই হেড ঝাপিয়ে ঠেকান এদারসন। এবারের আসরে ব্রাজিলের বিপক্ষে এটিই ছিলো কোনো দলের প্রথম লক্ষ্যে নেওয়া শট।

বিরতির পর খেলায় ধার কমে যায় ব্রাজিলের। গতি বাড়ায় ক্যামেরুন। ৫৬তম মিনিটে মার্তিনেল্লির দারুণ শট ঠেকিয়ে দেন ক্যামেরুন গোলরক্ষক। দুই মিনিট পর ব্রুনো গুইমারেসের শটও ঠেকিয়ে দেন তিনি। একের পর এক ব্রাজিলিয়ানদের আক্রমণ দারুণ দক্ষতায় ঠেকিয়ে যাচ্ছিলেন তিনি।

৮০তম মিনিটে কর্ণার থেকে উড়ে আসা বল ঠিকঠাক নিয়ন্ত্রণে নিতে পারেনি ব্রাজিল। বল পেয়ে আবু বাকারের বাঁকানো শট ঠেকিয়ে দেন দানি আলভেস। ৮৯তম মিনিটে রাফিনিয়া বক্সে খুঁজে নেন পেদ্রোকে। তার নেওয়া শট গোলপোস্টের ওপর দিয়ে উড়ে যায়। যোগ করা সময়ে চমক দেখিয়ে গোল করেন ক্যামেরুনের আবু বাকার। সতীর্থের ক্রস বক্স থেকে দারুণ এক হেডে লক্ষভেদ করেন তিনি। এই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে ক্যামেরুন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo