নিজস্ব প্রতিবেদক : বানারীপাড়ায় থানার উপ-পরিদর্শক (এস আই) শফিকুল ইসলামের নেতৃত্বে ডাকাতি মামলার পরোয়ানা ভুক্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামী সদাই হালদার বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বিশারকান্দী ইউনিয়নের নারায়ণ হালদারের ছেলে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর ) রাত ০৪.১৫ ঘটিকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
বানারীপাড়া থানার উপ-পরিদর্শক (এস আই) শফিকুল ইসলাম জানান, সদাই হালদার ২০০৮ সালে ডাকাতি মামলা হওয়ায় পর ভারত চলে যায়। বৃহস্পতিবার গোপনে বাড়িতে বেড়াতে আসে এবং গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাকে গ্রেফতার করি। আটককৃত আসামীকে আদালতে প্রেরণ প্রক্রিয়া চলমান।