মোরসালিন ইসলাম, দিনাজপুর:: দিনাজপুরের ফুলবাড়ীতে যথাযোগ্য মার্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালন করা হয়েছে।
দিবসের প্রথম প্রহরে উপজেলা শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ ও শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তাফিজুর রহমান এমপি,উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন,পৌর মেয়র, আলহাজ্ব মোঃ মাহমুদ আলম লিটন,উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওয়াশিকুল ইসলাম,জেলা পরিষদ সদস্য মোঃ শফিকুল ইসলাম,ফুলবাড়ী রিপোটার্স ইউনিটিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন,শিক্ষাপ্রতিষ্ঠান,পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ। পরে সকাল ১০টায় সাংস্কৃতিক অনুষ্ঠান,আলোচনাসভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।