বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী) ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশার জেলার নবনিযুক্ত পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম (বিপিএম)।
শনিবার (০৬ আগস্ট) রাতে জাতীয় সংসদ ভবনস্থ বাসভবনে আবুল হাসানাত আবদুল্লাহ- এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন যান পুলিশ সুপার।
সৌজন্য সাক্ষতকালে নবনিযুক্ত পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম (বিপিএম) বরিশালের আইনশৃংখলা সংক্রান্তসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন।
এর আগে গত ৩ আগস্ট ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ওয়াহিদুল ইসলাম (বিপিএম) কে বরিশাল জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।