৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:১৭
শিরোনামঃ

ওমরাহ করে দেশে ফেরার পথে দুই জনের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৩,
  • 186 সংবাদটি পঠিক হয়েছে

পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবের জেদ্দা-মদিনা সড়কে দুর্ঘটনায় একই পরিবারের দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহতরা হলেন- নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের দক্ষিণ সাধারচর পূর্বপাড়া গ্রামের আবদুল মালেক মেম্বার (৭৪) ও তার ভাগিনা শাকিল আহমেদের স্ত্রী তাসলিমা বেগম (২০)।

আহতরা হলেন- মালেক মেম্বারের ছেলে জেদ্দা বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের বাংলা শাখার পরিচালনা কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, তার স্ত্রী, মেয়ে, ভাগিনা শাকিল আহমেদ ও শ্যালক। তারা বর্তমানে মদিনার স্থানীয় ওয়াদি ফারাহ হাসপাতালে চিকিৎসাধীন।

সাধারচর ইউনিয়নের চেয়ারম্যান মোরশেদ আহমেদ বলেন, মালেক মেম্বার দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত। কয়েক মাস আগে তিনি কিছুটা সুস্থ হলে ৪০ দিনের জন্য তাবলীগ জামায়াতের চিল্লায় যেতে চায়। তখন ছেলেরা তাকে সৌদি আরবে ওমরাহ করার জন্য আসতে বলেন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) তিনি বাংলাদেশ থেকে ওমরাহ করতে সৌদি আরবে যান। সেখান থেকে ছেলে তার গাড়িতে করে পরিবারসহ জিয়ারতের উদ্দেশে জেদ্দা থেকে মদিনা যাচ্ছিলেন। পরে জেদ্দা-মদিনা সড়কে তাদের গাড়ির সঙ্গে আরেকটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মালেক মেম্বার ও ভাগিনা স্ত্রী তাসলিমা মারা যায়। বাকিরাও গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরও বলেন, দুজনের মরদেহ দেশে আনা হবে না কি ওইখানে দাফন করা হবে তা এখনও সিদ্ধান্ত হয়নি। পরিবারেরর সবাই বসে সিদ্ধান্ত নিয়ে মরদেহের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo