মোঃ মোরসালিন ইসলাম, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প(এলডিডিপি)এর সহযোগীতায় প্রাণীসম্পদ অধিদপ্তর এর আয়োজনে প্রাণীসম্পদ প্রদর্শনী ২০২৩ উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৫ ফেব্রুয়ারী) শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রাণীসম্পদ ও ভেটেরিনারী হাসপাতাল চত্ত্বরে প্রাণীসম্পদ প্রদর্শনী উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী। এসময় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. রবিউল ইসলাম,উপজেলা ভেটেরিনারী ডাঃ নেয়ামত আলী,পশু হাসপাতারের সকল কর্মকর্তা,কর্মচারীসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
পরে অতিথিবৃন্দ উপজেলার খামারিদের অংশগ্রহনে প্রাণী প্রদর্শনী স্টলগুলো পরিদর্শন করেন।