৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর ১:৪৮
শিরোনামঃ

ববি ছাত্রকে মারধর ঘণ্টাব্যাপী সড়ক অব‌রোধ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৩,
  • 192 সংবাদটি পঠিক হয়েছে

পাঁচ টাকা ভাড়া নি‌য়ে দ্ব‌ন্দ্বে ব্যাটারিচালিত অটোরিকশা চাল‌কের সঙ্গে ব‌রিশাল বিশ্ব‌বিদ্যালয়ের (ববি) এক ছাত্রের মারামা‌রি হয়েছে। এরপর ঘটনায় স্থানীয়রা জ‌ড়ি‌য়ে ববিছাত্রকে মারধর করার প্রতিবা‌দে নগরীর বাংলাবাজার সড়ক অব‌রোধ ক‌রেন বিশ্ব‌বিদ্যাল‌য়ের ছাত্ররা।

সোমবার রাত সা‌ড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত নগরীর বাংলাবাজার সড়ক অব‌রোধ করা হয়। এতে ওই সড়কের দুই প্রান্তে তীব্র যানজট সৃষ্টি হয়। ববির শিক্ষক ও পু‌লি‌শপ্রশাসনের আশ্বা‌সে এক ঘণ্টা পর সড়ক থে‌কে স‌রে যান ছাত্ররা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সপ্তম ব্যাচের ক‌ম্পিউটার সা‌য়েন্স অ্যান্ড ই‌ঞ্জি‌নিয়া‌রিং বিভা‌গের ছাত্র মোহাম্মদ রাহাত বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের গাড়িতে এসে আমি নগরীর আমতলার মোড়ে নেমে ব্যাটারিচালিত হলুদ অটোরিকশায় করে বাংলাবাজার মসজিদের মোড়ে নামি। চালককে ৫ টাকা ভাড়া দিলে তিনি ১০ টাকা দাবি করেন। তর্কাতর্কির একপর্যায়ে তিনি আমাকে গালি দেন। আমি তাকে থাপ্পড় দেই। তিনিও আমার কলার ধরেন।

এসময় বাংলাবাজার এলাকার আরিফ নামে এক ছেলে কিছু না বুঝেশুনেই আমাকে মারধর শুরু করেন। প্রথম দফায় আমাকে মারধরের পর আরিফ ১৫ থেকে ১৬ জনের একটি দল নিয়ে আসেন আবারও মারতে। তখন বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এবং আমরা হামলাকারী আরিফ ও তার সহযোগীদের বিচারের দাবিতে সড়ক অবরোধ করি।’

শিক্ষার্থী সৈয়দ রা‌ফি বলেন, ‘রাহতের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আমরা সড়কে অবস্থান করেছি। আমরা চাই হামলাকারী সবাইকে পুলিশ গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবে।’

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর ড. মাহফুজ আলম বলেন, ‘মারধরের শিকার ছাত্রকে আমরা থানায় লিখিত অভিযোগ দিতে বলেছি। বর্তমানে হামলাকারী যুবককে শনাক্তের চেষ্টা চলছে। শিক্ষার্থীদের বুঝিয়ে আমরা সড়ক থেকে স‌রি‌য়ে দি‌য়ে‌ছি।’

ব‌রিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছিলেন। সংবাদ পেয়ে আমরা এসে তাদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেছি যে হামলাকারীকে আইনের আওতায় আনা হবে। শিক্ষার্থীরা সড়ক থেকে উঠে গেছেন। বাংলাবাজার এলাকার যান চলাচল এখন স্বাভাবিক র‌য়ে‌ছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo