তুহিনুর রহমান তালুকদার, বিশেষ প্রতিনিধিঃ নবীগঞ্জের ইনাতগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ফাঁড়ির এস আই আবু বক্কর খাঁন গতকাল সোমবার রাতে ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের বাউর কাপন গ্রামের মাদক ব্যবসায়ী মোফাজ্জল হোসেন মখইকে বিশেষ অভিযান চালিয়ে ৩৪পিছ ইয়াবা সহ তাকে গ্রেফতার করা হয়েছে।
উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এজহার দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে মঙ্গলবার সোর্পদ করা হয়েছে। অপর দিকে নবীগঞ্জের বিভিন্ন আনাছে কানাছে মাদক ও পতিতা ব্যবসা রমরমা হয়ে ওঠেছে। মাঝে মধ্যে প্রশাসন কর্তৃক অভিযান হলেও প্রশাসনকে বৃদ্ধাঙ্গালী দেখিয়ে এক শ্রেনীর মাদক ব্যবসায়ী ও পতিতারা ধ্বংশের দিকে টেলে দিচ্ছে ওঠতি বয়সের যুবক/যুবতীদের। তাই নবীগঞ্জ, বাংলাবাজার, আউশকান্দি, বাজার সৈয়দপুর, ইনাতগঞ্জ, বান্দের বাজার এলাকার কলনিগুলো তল্লাশি করলেই পাওয়া যাবে স্বামী পরিত্যক্ত শতাধীক নারী।
স্বামী পরিত্যক্ত অনেক নারী চালিয়ে যাচ্ছে তাদের পতিতা ও মাদক ব্যবসা। তাদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস নেই। কারণ তাদের পিছনের বড় বড় রাগব বোয়ালরা রয়েছে। যে ই মাদক ও প্রতিতাদের বিরুদ্ধে প্রতিবাদ করবে তার বিরুদ্ধেই তারা নানান মিথ্যাচার অপবাদ দিতে তাকে।
এসব মান সম্মানের ভয়ে অনেকেই মূখ খুলতে রাজি হচ্ছেন না। সচেতন মহলের দাবী চিহ্নিত মাদক ব্যবসায়ী ও পতিতাদের বিরুদ্ধে যদি নবীগঞ্জ প্রশাসন ঝাটিকা অভিযান পরিচালনা করেন তাহলে স্কুল ও কলেজ পড়ুয়া উঠতি বয়সি যুবক যুবতি সহ অন্যান্যরা কিছুটা হলেও রক্ষা পাবে।