রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই আগুন নিভে গেছে।
সোমবার (১৭ এপ্রিল) দুপুর ২টা ৫২মিনিটে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
এরশাদ মিয়া বলেন, আজ দুপুর ২টা ৫২মিনিটে বায়তুল মোকাররমের দ্বিতীয় তলায় স্বর্ণের মার্কেটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পাঠানো হয়। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে।
এর আগে, সোমবার সকালে রাজধানীর উত্তরার বিজিবি বাজারে এবং দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওরিয়ন ইনফিউশন লিমিটেড নামের একটি ওষুধ কারখানায় আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।