বরিশাল:: যৌতুকের ৫ লাখ টাকা না পেয়ে স্ত্রীকে শারীরিক নির্যাতন ও পরকীয়া করার অভিযোগ উঠেছে হোসেন খান(২৭) নামে এক যুবকের বিরুদ্ধে।
যৌতুক ও নির্যাতনের ঘটনায় স্ত্রী মোসাঃ কলি (২৪) বরিশাল বিজ্ঞ নারী ও শিশু নির্য়াতন দমন আদালতে মামলা দায়ের করেছে।
গত ৬ বছর পূর্বে বরিশাল নগরীর রুপাতলীর ২৪ নং ওয়ার্ড বাসিন্দা মৃতঃ আনোয়ার হোসেনের পুত্র হোসেন খানের সাথে বিয়ে হয় একই ওয়ার্ডের সাহেব আলী বেপারীর মেয়ে মোসাঃ কলির সাথে। ছয় বছরের দাম্পত্য সময়ে তাদের সংসারে এক শিশু কন্যা সন্তান রয়েছে।
মামলার বাদী মোসাঃ কলি বলেন, বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে আমার স্বামী হোসেন খান ব্যাবসা করবে বলে আমার বাপের বাড়ি থেকে ৫ লাখ টাকা আনতে বলে।
আমার সুখের কথা চিন্তা করে আমার বাবা-মা তাকে ১ লক্ষ টাকা দেয় । পরবর্তীতে কিছুদিন পর জানতে পারি আমার স্বামী উক্ত টাকা জুয়া ও নেশা করে নষ্ট করে ফেলে।
আমি তার কাছে টাকার কথা জানতে চাইলে আমাকে গালাগালি করে এবং মারধর করে। এবং ২ও ৩ নং আসামীদের কু-প্ররোচনায় আমাকে আবার বাকি ৪ লক্ষ টাকার জন্য নির্যাতন শুরু করে এবং আমার চোখের সামনে অন্য মেয়েদের সাথে মেলামেশা শুরু করে ।
কান্না জড়িত কন্ঠে মোসাঃ কলি আরো বলেন, আমার স্বামী একটি মেয়ের সাথে মোবাইলে কথা বলতো ও পরকিয়ায় লিপ্ত ছিল। এ নিয়ে আমি ও আমার শ্বশুর অনেক বুঝিয়েছি কিন্তু তাকে যৌতুকের টাকা না দিলে অন্য মেয়েকে বিয়ে করবে বলে সাফ জানিয়ে দেয়।আমি গত ২৯/০৪/২৩ তারিখ সন্ধ্যায় মেয়েকে নিকে বাবার বাড়ি যাবার কথা বল্লে আসামীরা আমার পথ আটকায় এবং বলে যৌতুকের টাকা না দিয়ে আমি বাড়ি থেকে বের হতে পারব না। এরপর তার সবাই মিলে আমাকে মারধর করে এবং আমার সাথে থাকা ৪৫ হাজার টাকা মুল্য স্বর্ণের চেইন-কানের দুল নিয়ে যায়।
কলি জানায়, মরধরের পর আমার আর সন্তানের অবস্থা আশংকা জনক অবস্থায় হওয়ায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করে এবং আমি সুস্থ হলে তারা মিমাংসার চেষ্ঠা করে।
কলি বলেন, আমার নিজের ও ছোট্ট শিশুর অধিকার ফিরে পাওয়ার জন্যই মামলা করেছি।