৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ১১:০২
শিরোনামঃ

শোডাউন করে শোকজের চিঠি পেলেন ফয়জুল করিম

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, মে ৯, ২০২৩,
  • 164 সংবাদটি পঠিক হয়েছে

আচরণবিধি লঙ্ঘন করায় বরিশালের মেয়র প্রার্থী মুফতী সৈয়দ ফয়জুল করিমকে শোকজ করলো নির্বাচন কমিশন। প্রার্থী হওয়ার পর ঢাকা এসে আবার এলাকায় যাওয়ার পর সোমবার (৮ মে) ব্যাপক শোডাউন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়রপ্রার্থী ফয়জুল করিম।

এ ঘটনায় ফয়জুল করিমকে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিন রাতেই ফয়জুল করিমকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন বরিশাল সিটির রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির।

বুধবার (১০ মে) সকাল সাড়ে ১০ টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মৌখিক ও লিখিত জবাব দিতে বলা হয়েছে।

ফয়জুল করিমকে দেয়া চিঠিতে উল্লেখ করা হয়, আপনি মুফতী সৈয়দ মো. ফয়জুল করিম; বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আপনার পক্ষে এইচ এম হাসানুজ্জামান ৩ মে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র সংগ্রহকালে আপনার রাজনৈতিক দল ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যম হতেও জানা যায়, আপনি বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত প্রার্থী।

চিঠিতে আরও বলা হয়, বিভিন্ন মাধ্যম হতে জানা যায়, আপনি ৮ মে বরিশাল বিমানবন্দর হতে ব্যাপক শো-ডাউনের মাধ্যমে শহরে আগমন করবেন। তদপ্রেক্ষিতে আপনার/আপনার প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা হয়। আপনি/আপনার প্রতিনিধিকে অবগত করা হয় যে, নির্বাচন-পূর্ব সময়ে যে কোনো প্রকার মিছিল/শো-ডাউন নির্বাচনী আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।

আজ আপনার আগমনের পূর্ব পর্যন্ত একাধিকবার আপনার/আপনার প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা হয় এবং আপনার পক্ষ হতে নির্বাচনের সকল আচরণ বিধি প্রতিপালনের বিষয়ে আশ্বস্ত করা হয়। কিন্তু দেখা যায়, আপনার আগমন উপলক্ষে আপনার অনুসারী কর্তৃক মোটরসাইকেল, পিকআপ, মাইক্রোবাস ইত্যাদি যানবাহনসহ ব্যাপক মিছিল ও শো-ডাউন করা হয়েছে।

আপনার রাজনৈতিক দলের লোগো, নির্বাচনী প্রতীক ইত্যাদিসহ মিছিল ও শো-ডাউন করে আচরণ বিধির বিধি ৫, ৭(ক), ১১ (২) ও ১৩(ক)-এর সুস্পষ্ট লঙ্ঘন করা হয়েছে।

এ বিষয়ে তাকে স্ব- শরীরে আগামী ১০ মে সকাল সাড়ে ১০ টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়।

তফসিল অনুযায়ী, বরিশাল সিটিতে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৬ মে, বাছাই ১৮ মে, প্রত্যাহারের শেষ সময় ২৫ মে ও ভোট ১২ জুন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo