৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ১:৪৫
শিরোনামঃ

ঘূর্ণিঝড় মোখা:: বরিশালে লঞ্চ চলাচল বন্ধ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, মে ১৩, ২০২৩,
  • 164 সংবাদটি পঠিক হয়েছে

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে পায়রা সমুদ্র বন্দরে মহাবিপদ সংকেত ঘোষণার পর বরিশালের অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

শুক্রবার (১২ মে) রাত পৌনে ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল নদী বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, ভোর ৫টা থেকে অভ্যন্তরীণ সকল রুটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে ঢাকা-বরিশাল রুটের লঞ্চের বিষয়ে বিআইডব্লিউটিএর প্রধান কার্যালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হবে। বরিশাল নদী বন্দর এখনো বিপদ সংকেতের আওতায় নেই। ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেলে লঞ্চগুলো চলাচলের অনুমতি দেওয়া হবে।

এদিকে, বরিশালের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন জানান, দুর্যোগ মোকাবেলায় ৫৪১টি আশ্রয়ন কেন্দ্র, ৮৯৯ মেট্রিক টন চাল, ৯ লাখ নগদ টাকা, ৫ হাজার কম্বল, ১৩ বান্ডিল টিন, দুই হাজার স্বেচ্ছাসেবক, ১১টি কন্ট্রোল রুম, ১১টি মেডিকেল টিম এবং সহযোগী ২০টি বেসরকারি সংস্থা প্রস্তুত রাখা হয়েছে। ৫৪১টি আশ্রয় কেন্দ্রে ২ লাখ ৭০ হাজার ৫ শ মানুষ এবং ৫০ হাজার গবাদিপশু আশ্রয় নিতে পারবে।

তিনি আরও জানান, মানুষকে সতর্ক করতে প্রচারণা চালানো হচ্ছে। এছাড়া মৎসজীবীসহ নদী-তীরবর্তী মানুষদের আগে ভাগে নিরাপদ স্থানে যাওয়ার জন্য আহবান জানানো হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo