বিলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ কুয়েত থেকে বাংলাদেশ বিমানের সিলেট ও চট্টগ্রাম রোডে সরাসরি ফ্লাইট চালু ও প্রবাসীদের লাশ ফ্রীতে বহন সহ বিভিন্ন দাবী নিয়ে।
গত বৃহস্পতিবার রাতে কুয়েতস্থ বিমান অফিসে কান্ট্রি ম্যানেজার আবু বক্কর সিদ্দিকীর কাঋে কুয়েত প্রবাসীদের বিভিন্ন দাবী নিয়ে মত বিনিময় ও স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েতের শীর্ষ নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েতের সভাপতি নাসির উদ্দিন খোকন ও সাধারণ সম্পাদক রুহুল আমিন. উপদেষ্টা মোঃ বেলাল উদ্দিন,রাজনীতিবিদ কামাল হোসেন,এনটিভির কুয়েত প্রতিনিধি আল আমিন সরকার,যুগ্ম সাধারণ সম্পাদক আহাদ আম্বিয়া খোকন,সাংগঠনিক সম্পাদক মোঃ আলাল আহমদসহ আরো অনেকে।সাংবাদিক নেতৃবৃন্দ যশোর আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আহবান জানান।কুয়েতে বিমানের কান্ট্রি ম্যানেজার জানান,সকল প্রবাসীদের দাবী দাওয়া পূরনে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
সকল যৌক্তিক দাবীগুলো বিমান মন্ত্রণালয়ে পৌঁছে দেব, আশাকরি যৌক্তিক দাবীগুলো বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস প্রদান করেন।