প্রতিদ্বন্দ্বিতায় স্বশিক্ষিত ও অক্ষরজ্ঞান সম্পন্নরা, আছেন এসএসসি পরীক্ষার্থী ।আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বাছাইতে কাউন্সিলর পদে ১৭৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা পেয়েছে। এর মধ্যে সাধারণ ওয়ার্ডে ১৩৩ এবং সংরক্ষিত ওয়ার্ডে ৪০ জন। এসব প্রার্থীরা এখন নির্বাচনী প্রতীকের অপেক্ষায় আছেন।
তবে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলা বৈধ প্রার্থীদের মধ্যে মাত্র ৬২ জন কাউন্সিলর প্রার্থী উচ্চ শিক্ষিত। বাকি ১১১ জন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ এইচএসসি পাস। আবার ৪৪ জন প্রার্থী রয়েছেন যারা মাধ্যমিকের গ-ি পেরোতে পারেনি। যার মধ্যে রয়েছে স্বশিক্ষিত, অক্ষরজ্ঞান সম্পন্ন, ৫ম, ৮ম এবং এসএসসি ফেল এবং ১০ম শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থী।
নির্বাচন কমিশনে দাখিলকৃত প্রার্থীদের হলফনামা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ১৩৩ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলরের মধ্যে এইচএসসি পাস ৩৩ জন, এসএসসি ২৭ জন, ৮ম শ্রেণি ১৬ জন, স্বশিক্ষিত ৭ জন, ৫ম শ্রেণি পাস একজন এবং অক্ষরজ্ঞান সম্পন্ন প্রার্থী একজন।
অপরদিকে সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৪০ জন প্রার্থীর মধ্যে এইচএসসি পাস ২ জন, এসএসসি পাস ৬ জন, ৮ম শ্রেণি পাস ১১ জন এবং ৫ম শ্রেণি পাস একজন। এছাড়া স্বশিক্ষিত প্রার্থী রয়েছেন ৪ জন।
এছাড়া সাধারণ এবং সংরক্ষিত ওয়ার্ডে দুজন প্রার্থী এসএসসি ফেল এবং সংরক্ষিত ওয়ার্ডের একজন প্রার্থী আছেন যিনি কেবলমাত্র ১০ম শ্রেণিতে অধ্যায়নরত বলে হলফনামায় উল্লেখ করেছেন।
জানা গেছে, সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডে মো. আউয়াল মোল্লা, ৩ নম্বর ওয়ার্ডে সৈয়দ হাবিবুর রহমান ফারুক, ৪ নম্বর ওয়ার্ডে মো. ইউনুস মিয়া, ৯ নম্বর ওয়ার্ডে মো. হারুন অর রশিদ, ১০ নম্বর ওয়ার্ডে মো. জয়নাল আবেদীন, ১১ নম্বর ওয়ার্ডে মো. মজিবর রহমান ও মো. শওকত হোসেন মন্টা, ১৪ নম্বর ওয়ার্ডে মো. তাজ উদ্দিন তুহিন, ১৬ নম্বর ওয়ার্ডে রুবিনা আক্তার, ১৭ নম্বর ওয়ার্ডে মো. ওবায়েদ চৌধুরী, ১৯ নম্বর ওয়ার্ডে মো. হানিফ চৌধুরী, ২৪ নম্বর ওয়ার্ডে মো. ফিরোজ আহমেদ ও মো. শহিদুল আলম, ২৬ নম্বর ওয়ার্ডে মো. শাহীন হাওলাদার, ২৮ নম্বর ওয়ার্ডে মো. সহিদুল ইসলাম এবং ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাহিরুল হক লিপন ৮ম শ্রেণি পাস।
অপরদিকে, ৫ম শ্রেণি পাস প্রার্থী একজন। তিনি হলেন- শেখ আনোয়ার হোসেন ছালেক। প্রতিদ্বন্দ্বিতা করছেন সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডে।
এদিকে, স্বশিক্ষিত প্রার্থীরা হলেন- ১৫ নম্বর ওয়ার্ডের মো. আবদুল কাদের শামীম, ১৯ নম্বর ওয়ার্ডের শেখ ফেরদৌস ইসলাম দুলাল, ২২ নম্বর ওয়ার্ডে আশ্রাব খান, ২৪ নম্বর ওয়ার্ডে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপন ও আ’লীগ নেতা মো. সাফিন মাহমুদ তারিক, ২৮ নম্বর ওয়ার্ডে মো. হুমায়ুন কবির এবং ২৯ নম্বর ওয়ার্ডের মো. রেদওয়ান রানা। এছাড়া ১৭ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করা মো. সালাউদ্দিন সিকদার অক্ষরজ্ঞান সম্পন্ন বলে হলফনামায় তথ্য দিয়েছেন।
এদিকে, এসএসসি পাস প্রার্থীর তালিকায় রয়েছেন- ২ নম্বর ওয়ার্ডের মো. রাহাত খান, ৫ নম্বর ওয়ার্ডের মো. হোসেন সিকদার, ৬ নম্বর ওয়ার্ডের মো. আব্দুস সালাম খান, ৯ নম্বর ওয়ার্ডের এএসএম মোস্তাফিজুর রহমান, ১১ নম্বর ওয়ার্ডের মারুফ আহমেদ জিয়া, ১২ নম্বর ওয়ার্ডের মো. আনোয়ার হোসেন রয়েল, ১৪ নম্বর ওয়ার্ডের মো. শাকিল হোসেন পলাশ, ১৫ নম্বর ওয়ার্ডের মো. সিদ্দিকুর রহমান ও মো. মকিবুর রহমান, ১৬ নম্বর ওয়ার্ডে সাহিন সিকদার ও হোসনে মোবারক, ১৮ নম্বর ওয়ার্ডে জাবের আবদুল্লাহ সাদী, মো. জিয়াউল হক ও মনিরুল ইসলাম, ১৯ নম্বর ওয়ার্ডে মো. জহিরুল সুমন, ২৪ নম্বর ওয়ার্ডে মো. মনির হোসেন গাজী, ২৫ নম্বর ওয়ার্ডে আল আমিন মৃধা, ২৬ নম্বর ওয়ার্ডে মো. ফরিদ উদ্দিন হাওলাদার, মো. শফিকুল ইসলাম ও সরদার মো. হারুন অর রশিদ, ২৭ নম্বর ওয়ার্ডে মো. রশিদ চৌধুরী, মো. আব্দুল আলীম বাবুল, মো. জিয়াউদ্দিন মোল্লা, ও মো. মনিরুজ্জামান তালুকদার, ২৮ নম্বরে মো. হুমায়ুন কবির, ২৯ নম্বর ওয়ার্ডে মো. মিজানুর রহমান মিজান এবং ৩০ নম্বর ওয়ার্ডে আবদুল্লাহ আল মাসুম।
এছাড়া ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সেলিম হাওলাদার এসএসসি ফেল। শিক্ষায় এগিয়ে না থাকলেও ওয়ার্ডে জনপ্রিয়তায় এগিয়ে আছেন তিনি। যার ফলশ্রুতিতে তিনি ওই ওয়ার্ডে টানা পাঁচবার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
অপরদিকে শিক্ষার দিক থেকে বেশিই পিছিয়ে আছেন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরা। কেননা সংরক্ষিত ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করা ৪০ জন প্রার্থীর মধ্যে ১৭ জন মধ্যমিকের গ-ি পেরোতে পারেননি। এদের মধ্যে রয়েছেন এসএসসি পরীক্ষার্থী, পঞ্চম শ্রেণি পাস এবং স্বশিক্ষিত প্রার্থী।
জানা গেছে, সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের নুরুন্নাহার বেগম পুষ্প, শাহানা বেগম ও শারমিন আক্তারসহ তিনজনই ৮ম শ্রেণি পাস। এছাড়া সংরক্ষিত ওয়ার্ড ২ এর জাহানারা বেগম, নিলা বেগম ও আলমতাজ বেগম, ৪ নম্বরের নাজমুন নাহার লাকি, ৬ নম্বরে মজিদা বোরহান, বিউটি আক্তার, ৮ নম্বরে রেশমী বেগম এবং ৯ নম্বরের প্রার্থী ডালিম বেগম ৮ম শ্রেণি পাস।
এছাড়া স্বশিক্ষিতর তালিকায় রয়েছেন- ২ নম্বর ওয়ার্ডের বেবী বেগম এবং জোছনা বেগম, ৬ নম্বরের ফরিদা বেগম এবং ৯ নম্বরের শারমিন আক্তার কাজল। আর ৫ম শ্রেণি পাশ করেছেন ৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী সেলিনা বেগম। যিনি ওই ওয়ার্ডে বর্তমান কাউন্সিল।
এছাড়া এসএসসি পাস প্রার্থীর তালিকায় আছেন- ৪ নম্বর ওয়ার্ডের আয়শা তৌহিদ লুনা, ৫ নম্বরে মিসেস লিকা, ৬ নম্বরে হোসনেয়ারা বেগম ও মরিয়ম সুলতানা এবং ১০ নম্বরে রাশিদা পারভীন। এছাড়া ৫ নম্বরের কামরুন্নাহার রোজী এসএসসি ফেল এবং ৯ নম্বরের সালমা বেগম পড়েছেন ১০ম শ্রেণি পর্যন্ত। এছাড়া ১০ নম্বরের ফাতেমা রোজী নামের একজন প্রার্থী এখনো এসএসসি পরীক্ষার্থী বলে উল্লেখ করেছেন হলফনামায়।