৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ২:৪৬
শিরোনামঃ

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, আগস্ট ১০, ২০২২,
  • 188 সংবাদটি পঠিক হয়েছে

 

টি-টোয়েন্টি সিরিজ হারের পর এক ম্যাচ বাকি থাকতেই ওয়ানডে সিরিজ হেরেছে টাইগাররা। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে হারানোর পর জিম্বাবুয়েতে যেন এক অন্যরকম টাইগারদের দেখা মিলল। আজ নিজেদের ৪০০ তম ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়ের হারারেতে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ।

ফ্রাঞ্চাইজি ক্রিকেটের জয়জয়কারের মাঝে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মাইলফলক স্পর্শ করেছে লাল-সবুজের দল। ১৯৮৬ সালের ৩১ মার্চ ওয়ানডে ক্রিকেটের সঙ্গে যুক্ত হয় টাইগারদের নাম। এশিয়া শ্রেষ্ঠত্বের মঞ্চে লাল-সবুজের প্রতিপক্ষ ছিল পাকিস্তান। গাজী আশরাফ হোসেন লিপুর দল ওয়ানডে অভিষেকের ম্যাচটি হেরেছিল ৭ উইকেটে। আজ ১০ আগস্ট (বুধবার) নিজেদের ক্রিকেট ইতিহাসের ৪০০তম ওয়ানডে খেলতে হারারে স্পোর্টস ক্লাবে মাঠে নেমেছে টাইগাররা।

প্রথম দুই ওয়ানডেতে আগে ব্যাটিং করে বড় সংগ্রহ পেয়েও ম্যাচ হেরেছে তামিম ইকবালরা। আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেও প্রথমে ব্যাটিংয়ে করছে বাংলাদেশ । সর্বশেষ সেই ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা। এবার দীর্ঘ ২১ বছর পর সেই লজ্জার সামনে সফরকারীরা।

সিরিজের শেষ ম্যাচে জিম্বাবুয়ে তাদের অধিনায়ক পরিবর্তন করে ইন ফর্ম অলরাউন্ডার সিকান্দার রাজাকে দলের দায়ভার দিয়েছে। একাদশে একাধিক পরিবর্তন করেছে বাংলাদেশ। ওয়ানডে অভিষেক হয়েছে পেসার এবাদত হোসেনের।

বাংলাদেশ একাদশঃ

তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব,মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম এবং হাসান মাহমুদ।

জিম্বাবুয়ে একাদশ:

সিকান্দার রাজা (অধিনায়ক), ব্র্যাড ইভান্স, লুক জংওয়ে, ইনোসেন্ট কাইয়া, তাকুদজোয়ানাশে কাইতানো, ক্লাইভ মাদান্দে, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, টনি মুনিয়োঙ্গা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি।

 

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo