৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর ১:২৮
শিরোনামঃ

বিসিসি নির্বাচন : এক দশক পরও ‘ভোটের মাঠে’ হিরন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, মে ২৯, ২০২৩,
  • 184 সংবাদটি পঠিক হয়েছে

আর মাত্র ১৩ দিন পর বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন। চায়ের দোকান থেকে অভিজাত পাড়া, বর্ধিত এলাকা থেকে নগরভবন, সর্বত্র আলোচনার ঝড় বইছে কে হচ্ছেন নতুন নগরপিতা? প্রার্থীরা যেমন ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন তেমনি প্রার্থী বাছাইয়ে হিসাব মিলাচ্ছেন ভোটাররা।

এরই মাঝে ভোটার আর প্রার্থীর আলোচনায় উঠে আসছে এক দশক আগের মেয়র প্রয়াত শওকত হোসেন হিরনের নাম। অনেক প্রার্থী হিরনের শূন‌্যতা পূরণ করার আশ্বাস নিয়ে যাচ্ছেন ভোটারদের দুয়ারে, আবার ভোটাররা চেষ্টা করছেন কে প্রয়াত এই মেয়রের পদাঙ্ক অনুসরণ করবেন তার ধারণা নিতে।

ফলে আওয়ামী লীগের প্রার্থী বদল, ইসলামী আন্দোলনের শীর্ষ নেতার প্রার্থিতার আলোচনাকে পাশ কাটিয়ে এখন নগরীতে চলছে শওকত হোসেন হিরনের বন্দনা।

২৫ নম্বর ওয়ার্ডের ভোটার মাসুদ রানা বলেন, ভ্যাট-ট্যাক্স সবই আমরা কর্পোরেশনকে দিই। অথচ হিরন সাহেব মারা যাওয়ার পর আমাদের ভাগ্যের কোনো উন্নয়ন হয়নি। আহসান হাবিব কামাল, তারপর সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ কেউ জনগণের খোঁজ নেয়নি। উল্টো আমরা ভবন ভাঙার আতঙ্কে থাকতাম।

১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাকসুদা খানম বলেন, ‘আওয়ামী লীগ-বিএনপি, জাতীয় পার্টি বা চরমোনাই হুজুরের দল বুঝি না। আমরা চাই হিরন মিয়ার (শওকত হোসন হিরন) মতো যে জনগণকে ভালোবাসবে তাকে নির্বাচিত করতে। যে বলতে পারবে আমি হিরন হব, জনগণ তাকে ভোট দিবে।’

লঞ্চঘাট এলাকায় কথা হয় এক রিকশাচালকের সঙ্গে। ভোলায় তার বাড়ি। তিনি বলেন, ‘২৫ বছরের বেশি সময় ধরে বরিশালে থাকি। মেয়র-কমিশনার অনেক দেখছি। হিরন সাহেবের মতো মেয়র আমি ভোলা-বরিশালের কোথাও দেখিনি। আমি চাই বরিশালে হিরন সাহেবের মতো কেউ নির্বাচিত হোক।

তিনি আরও বলেন, ‘শহরে আমার ভোট না থাকলেও বড় আশা করছিলাম সাদিক মিয়া (সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ) মেয়র হয়ে শহরটাকে সিঙ্গাপুর বানাবে। সে তো প্রধানমন্ত্রীর ভাইপো। কিন্তু ঘটলো উল্টা, মানুষ মরা ধরছিল। সে মনোনয়ন পায় নাই, এজন‌্য আমরা সবাই খুশি। এখন চাই আরেকজন হিরন আসুক।’

শুধু ভোটার নয় শওকত হোসেন হিরনের কথা বলে বা তার সময়ের প্রশংসা করে ভোট চাইছেন প্রার্থীরাও।

রোববার (২৮ মে) বরিশাল সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডে একটি নির্বাচনী সভায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ সর্বশেষ মেয়রের সমালোচনা করেন। তিনি বলেন, নগরবাসীর সঙ্গে সবচেয়ে বড় জুলুম করা হয়েছে অতিরিক্ত ট্যাক্স ধার্য করে। আমি নির্বাচিত হলে হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায়ে নিয়ে আসা হবে।

তিনি আরও বলেন, শওকত হোসেন হিরনের মৃত‌্যুর পর গত দশ বছরে বরিশালের কোনো উন্নয়ন হয়নি। বরিশালের মানুষ সম্মান পায়নি। নির্বাচিত হলে তাদের সম্মান ফিরিয়ে দেওয়া হবে। সেই সঙ্গে সমৃদ্ধশালী মহানগরী গড়তে সুপরিকল্পিতভাবে নগরায়ণ করা হবে। আমি নির্বাচিত হলে নাগরিকরা ২৪ ঘণ্টা সেবা পাবেন। আমি শতভাগ চেষ্টা করবো নগরবাসীর জন্য একটি উন্নত, আধুনিক ও সমৃদ্ধশালী বরিশাল নগর গড়তে।

একই দিন সন্ধ‌্যায় বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে মিট দ‌্যা প্রেস অনুষ্ঠানে জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতীকের মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস সাবেক মেয়র শওকত হোসেন হিরনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, শওকত হোসেন হিরন না ফেরার দেশে চলে যাওয়ার পর বরিশাল নগরী থমকে গেছে। কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে হিরনের শূন্যস্থান পূরণ করা হবে।

তাপস তাকে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, নগরীকে ব‌্যবসা ও উদ্যোক্তাবান্ধব করে গড়ে তোলা হবে। আইসিটি স্থাপন করা হবে। শহরের পর্যটন সম্ভাবনাময় এলাকাগুলোতে পর্যটনভিত্তিক স্থাপনা নির্মাণ করে দৃষ্টিনন্দন শহরে রূপান্তরিত করা হবে, যেই কাজ শুরু করে গিয়েছিলেন শওকত হোসেন হিরন।

প্রসঙ্গত, ২০০৮ সালের ৪ আগস্ট তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে মেয়র নির্বাচিত হন শওকত হোসেন হিরন। ওই পাঁচ বছরে পরিকল্পিত উন্নয়ন শুরু করে প্রশংসিত হন তিনি। তবে ২০১৩ সালের ১৫ জুন অনুষ্ঠিত নির্বাচনে ১৭ হাজার ১০ ভোটে পরাজিত হন বিএনপি সমর্থিত প্রার্থী আহসান হাবিব কামালের কাছে। আর ২০১৪ সালের ৯ এপ্রিল না ফেরার দেশে চলে যান সাবেক সফল এই জনপ্রতিনিধি।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo