৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ১১:৪০
শিরোনামঃ

নেছারাবাদে ক্লিনিকে গর্ভবতীর মৃত্যু: চিকিৎসকসহ গ্রেপ্তার ৪

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, জুন ৬, ২০২৩,
  • 193 সংবাদটি পঠিক হয়েছে

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় কর্তৃপক্ষ ও চিকিৎসকের ‘দায়িত্বে অবহেলায়’ এক গর্ভবতীর মৃত্যুর ঘটনায় চিকিৎসকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার নেছারাবাদ থানায় ওসি জাফর আহম্মেদ জানান, ওই গর্ভবতীর স্বামীর করা মামলায় আব্দুর রহমান হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক, নার্সসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন ওই ক্লিনিকের চিকিৎসক মানবিক সরকার, নার্স মোসা. শরিফা (২৭), নার্স মোসা. ইয়াসমিন (৩৪) এবং একাউন্ট ম্যানেজার মোসা. উম্মে সালমা (৩৪)।

নিহত কলি বেগম (২১) পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানীয়া এলাকার নুরে আলমে শেখের স্ত্রী।

নুরে আলম শেখ অভিযোগ করেন, রোবাবর দুপুরে তার গর্ভবতী স্ত্রী কলি বেগম অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য নেছারাবাদের আব্দুর রহমান হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ভর্তি করা হয়। চিকিৎসক সন্ধ্যার পর তার স্ত্রীকে অপারেশন থিয়েটারে নিয়ে অ্যানেস্থেসিয়া দেওয়ার পরপরই তিনি বেশি অসুস্থ হয়ে পড়েন।

তিনি আরও অভিযোগ করেন, এ সময় নার্সের কাছে তার স্ত্রীর বিষয়ে জানতে চাইলে নার্সরা জানান, তার স্ত্রী খুব বেশি অসুস্থ হয়ে পড়েছেন। তারপর অনেক সময় অপারেশন থিয়েটার বন্ধ থাকলে তিনিসহ কয়েকজন আত্মীয়-স্বজন অপরেশন থিয়েটারে ঢুকে পড়েন। সেখানে গিয়ে দেখতে পান তার স্ত্রী অপারেশন থিয়াটারের বেডে একা শুয়ে আছেন।

এরপর তার স্ত্রীকে ওই ক্লিনিক থেকে নেছারবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক গর্ভবতী ও তার গর্ভে থাকা শিশু সন্তানকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফিরোজ কিবরিয়া সাংবাদিকদের বলেন, “ওই গর্ভবতীকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন।”

নেছারাবাদ থানা পুলিশের ওসি জাফর আহম্মেদ সাংবাদিকদের বলেন, এ ঘটনায় নূরে আলম শেখ বাদী হয়ে সাতজনকে আসামি করে থানায় মামলা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo