৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর ২:৫১
শিরোনামঃ

সন্ধ্যায় অস্ট্রেলিয়ার বিপক্ষে নামছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, জুন ১৫, ২০২৩,
  • 182 সংবাদটি পঠিক হয়েছে

ক্লাব ফুটবলের ব্যস্ততা শেষে ফুটবলাররা যার যার জাতীয় দলে যোগ দিয়েছেন। ইতোমধ্যেই ফিফা উইন্ডো শুরু হয়ে গিয়েছে।

তারই ধারাবাহিকতায় চীনে এক প্রীতি ম্যাচে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ওয়ার্কার্স স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা। যদিও দেশের কোনো টিভি চ্যানেলই এই ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে না।

কাতার বিশ্বকাপ জয়ের পর বেশ ফুরফুরে মেজাজেই আছে আর্জেন্টিনা। মার্চে দুটি প্রীতি ম্যাচেই দারুণ জয় পেয়েছে তারা। এশিয়া সফরে তেমন প্রত্যাশা নিয়েই এসেছে। চীনের আর্জেন্টিনা ভক্তরা লিওনেল মেসিকে এক নজর দেখার জন্য মুখিয়ে আছে।

সম্প্রতি পিএসজি ছেড়ে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে নাম লিখিয়েছেন মেসি। ক্লাব ফুটবলে সময়টা ভালো না কাটলে, জাতীয় দলের হয়ে তার পারফরম্যান্স দারুণ। বিশ্বকাপ জিতে ফেলায় এখন অনেকটা নির্ভার হয়েই খেলছেন তিনি।

কাতার বিশ্বকাপে এই অস্ট্রেলিয়াকে হারিয়েই কোয়ার্টার ফাইনালে পা রেখেছিল আলবিসেলেস্তেরা। মেসি ও হুলিয়ান আলভারেসের গোলে জয় পায় ২-১ ব্যবধানে। তাই সেই হারের প্রতিশোধ নেওয়ার জন্য লড়বে অস্ট্রেলিয়া। এবারও তাদের জন্য সবচেয়ে বড় হুমকির নাম মেসি।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে অস্ট্রেলিয়ার কোচ গ্রাহাম আর্নল্ড বলেন, ‘অবশ্যই সে দুর্দান্ত খেলোয়াড়, তবে বিশ্বকাপে ৪৩ মিনিট পর্যন্ত আমরা ভালোই আটকে রেখেছিলাম আমরা। একই জিনিস আবারও করব আমরা। শুধু তার ক্ষেত্রেই নয়, তাদের বেশ কিছু অসাধারণ খেলোয়াড় রয়েছে। তাই কেবল একজন খেলোয়াড়ের ওপরই মনযোগ রাখতে পারি না। তবে তার পায়ে বল গেলে অবশ্যই খুব সতর্ক থাকব আমরা। আমাদের পরিকল্পনা থাকবে তাকে নিয়ে। ’

অস্ট্রেলিয়াকে নিয়ে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘আমরা ঠিক আছি। আকর্ষণীয় এক ম্যাচ, খুব ভালো প্রতিপক্ষের বিপক্ষে খেলতে এমনিতেই ভালো লাগে। আমরা প্রস্তুত আছি যদিও সফরটা দীর্ঘ ছিল এবং কিছু বিপত্তিও। আমরা ভালো খেলা উপহার দিতে চাই এবং দল হিসেবে উপভোগের ধারাটা ধরে রাখতে চাই। ’

একাদশ নিয়ে স্কালোনি বলেন, ‘আমার দেখা উচিত আলভারেস কেমন আছে। সে আজ (গতকাল ) এসেছে, উদযাপনটা (সিটির হয়ে) তার প্রাপ্য ছিল। আমরা সে শুরুতে খেলতে পারবে নাকি মাঝে এবং এটাই কিছুটা পরিবর্তন করবে। মাঠেই একাদশ ঠিক করব আমরা। ’

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেস, নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেরন্দি, মার্কো আকুইনা, রদ্রিগো দে পল, এনসো ফার্নান্দেস/লেন্দ্রো পারদেস, লো সেলসো, লিওনেল মেসি, আনহেল দি মারিয়া, নিকো গনসালেস/হুলিয়ান আলভারেস।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo