৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৩:১৮
শিরোনামঃ

ক্রিকেটকে বিদায় বলতে যাচ্ছেন তামিম!

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, জুলাই ৬, ২০২৩,
  • 181 সংবাদটি পঠিক হয়েছে

বাংলাদেশের ক্রিকেটাঙ্গণে গত কয়েকদিন ধরেই চলছে নাটকীয়তা যা আজ চূড়ান্ত রূপ নিয়েছে। আফগানিস্তানের বিপক্ষে গতকাল ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শতভাগ ফিট না হয়েই খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন তামিম ইকবাল যার তীব্র সমালোচনা করেছিলেন বিসিবি সভাপতি। দেশসেরা ওপেনার কাল খেললেও ব্যাট হাতে ১৩ রান করেই ফিরেন সাজঘরে। এদিকে হারের পর গত রাতেই টাইগার অধিনায়ক জানিয়েছেন আজ দুপুরে সংবাদ সম্মেলন করবেন তিনি। গুঞ্জন আছে, আজ অধিনায়কত্বের পাশাপাশি আসতে পারে আন্তর্জাতিক ক্রিকেট থেকেই তাঁর অবসরের ঘোষণা।

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল ওপেনার তামিম। বাঁহাতি এ ব্যাটার বর্তমানে শুধু টেস্ট এবং ওয়ানডেতেই খেলে থাকেন। ২০২২ সালের জুলাইয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন তিনি। গতবছরের এমন সময়ে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারানোর মধ্য দিয়ে টাইগার ক্রিকেট ইতিহাসে প্রতিপক্ষকে ১৫ বারের মতো হোয়াইটওয়াশ করার রেকর্ড গড়ে বাংলাদেশ। ক্যারিবিয়ানদের তাদের ঘরের মাটিতে ধবলধোলাইয়ের কয়েক ঘণ্টা না যেতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন দেশসেরা ওপেনার।

নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তামিম সে সময় বলেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।’

আজ আবারও উপস্থিত হয়েছে এমনই একদিন। ব্যাট হাতে অনেক দিন ধরেই ঠিক জ্বলে ওঠতে পারছেন না তামিম। সেই সাথে যোগ হয়েছে চোটের আনাগোনা। পিঠের পুরনো চোটের কারণে খেলতে পারেন নি আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট। এরপর অনুশীলনে ফিরলেও ফের চোট কাবু করেছে তাকে।

শেষ পর্যন্ত চোট থেকে সেরে ওঠলেও শতভাগ ফিট নন বলে জানান তিনি। গত পরশু ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছিলেন, ‘আগামীকালের ম্যাচে আমি খেলবো। শরীর আগের চেয়ে ভালো। এটা বলব না যে আমি শতভাগ ফিট। কাল খেলার পর আরও ভালো বুঝতে পারব যে কী অবস্থা। তবে এখন পর্যন্ত সিদ্ধান্ত, আমি কাল খেলছি, ইনশাআল্লাহ।’

এছাড়া এমন সময়ে দলের জন্য ক্ষতিকর কিছু করবেন না, ম্যাচের আগের দিন এমন কথাও বলেছিলেন টাইগার ওপেনার। ব্যক্তির চেয়ে দল বড় এমন কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আমারও দেখতে হবে আমি মানিয়ে নিতে পারছি কি না। তবে আমি এ রকম কোনো কাজ করব না, যেটায় দল ভুগবে।’খেলতে গিয়ে সমস্যা অনুভব করলে তিনি ও মেডিকেল টিম মিলেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নিবেন বলে জানান তিনি।

এদিকে তামিমের এসব কথায় বেশ ক্ষুব্ধ হয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং টাইগারদের প্রধান কোচ। বোর্ড সভাপতি বলেন,’আমি ঠিক বুঝে উঠতে পারছি না, কোন দৃষ্টিভঙ্গি নিয়ে তামিম এমন কথা বলল। আমি কোচের সঙ্গে কথা বলেছি। কোচও এমন কোনো কিছুর সঙ্গে অভ্যস্ত নয়। সেও ক্ষুব্ধ। তামিমকে আসলে পরিষ্কার করে জানাতে হবে সে আসলে কী চায়। কোন পর্যায়ে আছে সে। দেখি আমি ম্যাচ দেখতে চট্টগ্রাম যাব।’

আর কাল হারের পর মধ্যরাতে এমন সংবাদ সম্মেলনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন বর্তমান ওয়ানডে অধিনায়ক। আজ দুপুর ১২ টায় গণমাধ্যমের মুখোমুখি হবার কথা থাকলেও সময় পরিবর্তন করে দুপুর দেড়টা করা হয়েছে বলে জানা গেছে। এখন দেখার পালা শেষ পর্যন্ত কি কথা বলেন টাইগার ক্রিকেট ইতিহাসের সফলতম এ ওপেনার।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo