৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ২:১৯
শিরোনামঃ

বরিশাল: ২৪ ঘণ্টায় ১১০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, জুলাই ৯, ২০২৩,
  • 197 সংবাদটি পঠিক হয়েছে

বরিশাল বিভাগে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ১১০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধু বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৭ জন এবং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ জন রোগী ভর্তি হন।

এছাড়া বরিশাল জেনারেল হাসপাতালে ৯ জন, পিরোজপুর ১০ জন, বরগুনায় ১৩ জন এবং ভোলায় ৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। শনিবার (৮ জুলাই) পর্যন্ত বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ১৯৬ জন রোগী ভর্তি আছেন।

১ জানুয়ারি থেকে এসব হাসপাতালে ৮৯৮ জন রোগী ভর্তি হন। সুস্থ হয়েছেন ৭০১ জন। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. হুমায়ুন শাহিন খান বলেন, ডেঙ্গু নিরোধে সচেতনতাই প্রধান কাজ। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না। বিভাগের সকল সরকারি হাসপাতালে নির্দেশনা দেওয়া আছে যেন ডেঙ্গু রোগীদের অতি গুরুত্ব দিয়ে দেখা হয়।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, প্রতিদিন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে। সংকট থাকা সত্ত্বেও চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। তিনি বলেন, হাসপাতালে ডেঙ্গু কর্নার চালু আছে। ডেঙ্গু ওয়ার্ড প্রস্তুতের কাজ চলছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭০ জন নতুন রোগী ভর্তি হয়েছিল।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo