৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৮:৩৫
শিরোনামঃ

বরিশালে ভুল চিকিৎসায় ৬ মাস বয়সী শিশুর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, আগস্ট ২, ২০২৩,
  • 174 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশালের রাহাত আনোয়ার হাসপাতালে চিকিৎসকের ভুল চিকিৎসায় ৬ মাস বয়সী শিশু তানজিম ইসলামের মৃত্যু হয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারির প্রধান ডা. তৌহিদুল ইসলামের বিরুদ্ধে এই অপচিকিৎসার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে রাহাত আনোয়ার হাসপাতালের অপারেশন থিয়েটারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৩নং ছোটো চতরা গ্রামের বাসিন্দা ফিরোজ খান ও শিরিনা বেগম দম্পতির ৬ মাসের সন্তান তানজিম ইসলামের পশ্চাৎদেশে সিরিঞ্জ ঢুকে পড়ে। তা অপারেশনের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সেখান থেকে বরিশালে স্থানান্তর করা হয়। তানজিমকে নিয়ে তার পরিবার বিকেলে রাহাত আনোয়ার হাসপাতালের ভর্তি করলে সেখানে ডাক্তার তৌহিদুল ইসলাম শিশুটিকে অপারেশন থিয়েটারে নেন। অপারেশনের জন্য শিশুটিকে অ্যানেসথেসিয়া দেন। সেখানে মারা যায় শিশুটি।

নিহতের মামা রাকিব হোসেন বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার সময় রাহাত আনোয়ার হাসপাতালে ভাগিনাকে ভর্তি করাই। বিকেল ৩টার সময় অপারেশন থিয়েটারে চিকিৎসা করার জন্য ভেতরে প্রবেশ করেন। অপারেশনের কিছুক্ষণ আগে আমি ভিতরে প্রবেশ করি। তখন দেখতে পাই আমার ভাগিনার মুখের অক্সিজেন মাস্ক লাগানো। কিন্তু ভাগিনাকে কাত হওয়ায় তার মুখ থেকে অক্সিজেনের মাস্কটি খুলে যায়। ডাক্তারের কাছে বারবার বলি মাস্কটি মুখে দিতে। পরে ডাক্তার মাস্কটি মুখে দিয়ে দেয়। কিন্তু অক্সিজেনের মাস্কটি মুখে দিলেও আমার ভাগিনা কোনো শ্বাস-প্রশ্বাস নিচ্ছিল না। বিষয়টি দেখে আমার সন্দেহ হলে আমি ৯৯৯ নাম্বারে কল দিয়ে পুলিশের সহযোগিতা চাই।

অভিযুক্ত চিকিৎসক তৌহিদুল ইসলাম বলেন, অপারেশন সফল হয়েছে। অ্যানেসথেসিয়া চিকিৎসকও বেশ চেষ্টা করেছেন। কিন্তু শিশুটিকে বাঁচানো গেলো না। রোগীর মামা অপারেশন থিয়েটারে ছিলেন, তিনি দেখেছেন। এখন যদি আমার বিরুদ্ধে অভিযোগ তোলেন তাহলে আমার কি বলার থাকবে?

এ বিষয়ে রাহাত আনোয়ার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

কোতয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ৯৯৯ নম্বরের মাধ্যমে বিষয়টি শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের স্বজনরা চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এই একই চিকিৎসকের বিরুদ্ধে গত ২২ জুলাই ৬ বছর বয়সী শিশুর গলার সমস্যায় অপারেশন থিয়েটারে নেওয়া হলেও তার তলপেটে অপারেশন করেন। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুল অপারেশনের শিকার শিশুর স্বজনরা।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo