৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৫৭
শিরোনামঃ

এমএসএল অভিষেক গোলে রাঙালেন মেসি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, আগস্ট ২৭, ২০২৩,
  • 164 সংবাদটি পঠিক হয়েছে

লিগ কাপ জয়ের পর ইউ এস ওপেন কাপের ফাইনালে পা রাখা। লিওনেল মেসি জাদু দেখল এবার মেজর লিগ সকারও।

যুক্তরাষ্ট্রের লিগে নিজের অভিষেক ম্যাচে আর্জেন্টাইন জাদুকর যে গোলটি করলেন তা ভক্তদের চোখে বহুদিন লেগে থাকারই কথা।

আজ রোববার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৫টায় নিউইয়র্ক রেডবুলসের মাঠ রেডবুল অ্যারেনায় এমএলএসের ম্যাচে মুখোমুখি হয় ইন্টার মায়ামি ও নিউ ইয়র্ক রেড বুলস। ম্যাচটিতে ২-০ গোলে জয় পেয়েছে মেসির দল। যেখানে প্রথম গোলটি করেছেন ডিয়েগো গোমেজ এবং ব্যবধান দ্বিগুণ করে দলের জয় নিশ্চিত করেছেন মেসি।

টানা ম্যাচ খেলার ধকল কমাতে মেসিকে বেঞ্চে রেখেই আজ (রোববার) নিউইয়র্ক রেড বুলসের মাঠে খেলতে নেমেছিল মায়ামি। তবে তিনি ঠিকই ম্যাচ খেলার বিবেচনায় ছিলেন মার্টিনোর। শুরুর একাদশে ছিলেন না বার্সেলোনা কিংবদন্তি সার্জিও বুসকেটসও।

দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে মেসিকে মাঠে নামানো হয়। তাতে এমএলএসে অভিষেক হয় ফুটবলের জাদুকরের। আর সেই অভিষেক ম্যাচটিও লিগস কাপ ও ইউএস ওপেনের মতো গোল দিয়ে রাঙালেন।

ম্যাচের ৩৭ মিনিটে গোলাপি জার্সিধারীদের এগিয়ে দেন প্যারাগুইয়ান উইঙ্গার ডিয়েগো গোমেজ। এগিয়ে যাওয়ার পর বাকি সময়ে প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি দুই দল দল। দ্বিতীয়ার্ধে মাঠে নামানো হয় মেসিকে। এছাড়াও সার্জিও বুসকেটস ও ডিএন্ড্রে ইয়েডলিনদেরও নামানো হয়।

এই জয়ে পয়েন্ট টেবিলের তলানী থেকে এক থাপ উপরে উঠে এসেছে ইন্টার মায়ামি। এ নিয়ে মায়ামিতে ৯ ম্যাচে মেসির গোল হয়ে গেল ১১টি। গত ইউ এস ওপেনের সেমিফাইনালে গোল না পেলেও দুই গোলে ছিল তার অবদান। আর লিগস কাপ জয়ের পথে ৭ ম্যাচে ১০ গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতার পাশাপাশি জিতে নেন টুর্নামেন্ট সেরার পুরস্কারও।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo