ঝালকাঠির রাজাপুরে ইয়াবা ও ফেনসিডিলসহ আখি বেগম (৪০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তার কাছ থেকে ৮০টি ইয়াবা ট্যাবলেট ও ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
রোববার (২৭ আগস্ট) দুপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার আখি বেগম (৪০) উপজেলার নৈকাঠি এলাকার মো. আবুল হোসেন ওরফে আবু তালুকদারের স্ত্রী।
ওসি (ডিবি) মো. মনিরুজ্জামান বলেন, শনিবার রাতে অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে রাজাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।