৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৩:৫২
শিরোনামঃ

অবরোধ: গাজীপুরে ২ গাড়িতে আগুন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, নভেম্বর ১২, ২০২৩,
  • 169 সংবাদটি পঠিক হয়েছে

বিএনপির ডাকা চতুর্থ দফা অবরোধের প্রথম দিন গাজীপুরে অনেকটা ঢিলেঢালা ভাবে চলছে। দূর পাল্লার বাস কম থাকলেও অন্যান্য গণপরিবহন চলাচল করছে। বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে । তবে বিক্ষিপ্তভাবে রাতে দুটি গাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১১ নভেম্বর) রাতে গাজীপুরের পৃথক পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে জিএমপির সদর থানার ধীরাশ্রম দাক্ষিণখান এলাকায় চট্টগ্রামগামী মালবাহী একটি ট্রাকে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন আহম্মেদ বলেন, একটি চলন্ত ট্রাকে প্রথমে ঢিল ছোঁড়ে। পরে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলের আশপাশে সিসি টিভি ফুটেজ আছে। সেগুলো যাচাই-বাছাই করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে, বাসন থানার যোগীতলার মোড়ে একটি পিক আপে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত সাড়ে ৯টার দিকে এ আগুনের ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাজীপুর মেট্টোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম হোসেন। ঘটনার পরপরই জয়দেবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর রাকিবুল ইসলাম জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর যোগীতলা মোড় এলাকায় পিক আপে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পিক আপের সামনের অংশ পুড়ে গেছে। এঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

এসব ঘটনা ছাড়া সকাল থেকে অবরোধের তেমন প্রভাব নেই সড়ক, মহাসড়কে। ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আন্তঃজেলা বাস, মিনিবাস ও হালকা যানবাহন চলাচল করছে। তবে দূরপাল্লার বাস চলছে কম। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রিকশা, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে চড়ে গন্তব্যে পাড়ি দিচ্ছেন। বিপণী বিতান, দোকান পাট ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রয়েছে। এছাড়া ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

নাশকতা ঠেকাতে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মহাসড়কে টহলে রয়েছে র‌্যাব, বিজিবি সদস্যরা। সকালে অবরোধের সমর্থনে শ্রীপুরে পৌর বিএনপির উদ্যোগে একটি মিছিল বের করা হলেও জেলার অন্য কোথাও বিএনপি জামায়াতের নেতাকর্মীদের তেমন তৎপরতা দেখা যায়নি।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo