রমজানের শেষভাগে এসে বরিশালে জমতে শুরু করেছে ঈদের পোশাক বাজার। ক্রেতাদের আকর্ষণ বাড়াতে দেশি-বিদেশি পোশাকের সাজিয়েছেন ব্যবসায়ীরা। বাজারে ভিড় দেখা গেলেও বিক্রেতাদের দাবি, বেচাকেনা কাঙ্ক্ষিত নয়। তবে ক্রেতারা বলছেন, পোশাকের মানের চেয়ে দাম একটু বেশি।
সোমবার (২৪ মার্চ) রাতে বরিশালের চকবাজারে ভিড় দেখা যায়। ঈদকে ঘিরে ক্রেতাদের সামাল দিতে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। অন্য দিকে ফুটপাতেও দোকান বসেছেন অনেক ক্ষুদ্র ব্যবসায়ীরা। ট্রাফিক পুলিশের তৎপরতাও চোখে পড়ার মতো।
ঈদকে সামনে রেখে নানা ডিজাইনের পোশাক এনেছেন ব্যবসায়ীরা দেশি-বিদেশি পোশাকের সমাহার থাকলেও মানুষের ভিড় অনুযায়ী নেই তেমন বেচাকেনা।
বরিশাল চকবাজার ব্যবসায়ীরা জানিয়েছেন গত বছরের ঈদের চাইতেও এবারের রোজার ঈদে কম বেচাকেনা হয়েছে। শেষ সপ্তাহ ভালো ভালো বেচাকেনা হবে বলে মনে করেন তারা।
গত কয়েক বছর আগেও বরিশাল নগরীতে পোশাক বাজার বলতেই চকবাজার বোঝা গেলেও , এ বছর সদর রোড, বগুরা রোডসহ শহরের বিভিন্ন এলাকায় অভিজাত শপিংমল গড়ে উঠেছে। এসব মলেও দেখা যায় ক্রেতাদের ভিড়। পোশাকের মানের চেয়ে দাম বেশি বলে অভিযোগ শপিং করতে আসা অনেকের।
রোজার শুরুতে ক্রেতা উপস্থিতি তেমন দেখা না গেলে এখন শেষ সময়ে দেখা যাচ্ছে ক্রেতাদের উপচে পড়া ভিড়।রিশাল শহরে প্রায় আড়াই থেকে তিনশো পোশাকের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
রোজার ঈদকে ঘিরে ক্রেতা বিক্রেতাদের মধ্যে চলছে দাম কষাকষি ঈদের পছন্দের পোশাক কিনতে তারা ঘুরছেন এর দোকান থেকে অন্য দোকানে শেষ সময়ে বেচাকেনা ভালো হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।