বরিশালবরিশাল মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবিতে সোমবার প্রতিকী সমাবেশ করেছে প্যাডেল চালিত রিকশাচালকরা। সোমবার নগরীর সদর রোডে টাউন হলের সামনে এই কর্মসূচি পালন কালে সড়কে রিকশা সারিবদ্ধ করে অবস্থান নেয় চালকরা।
এসময় এক সমাবেশে বক্তারা বলেন, নগরীর লাইন রোড, কাটপট্টির মুখ, জেলখানার মোড়, কাকলির মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় ব্যাটারি চালিত রিকশা আমাদের যাত্রী ছিনিয়ে নিচ্ছে। সারাদিন রিকশা চালিয়ে ১০০ টাকাও রোজগার করতে পারি না। পরিবার নিয়ে দুর্বিষহ জীবন যাপন করছি।
এসময় প্যাডেল চালিত রিক্সা চালকগন আরও বলেন, আমাদের রিকশার বৈধ লাইসেন্স আছে। অথচ ব্যাটারি চালিত রিকশাগুলোর কোনো লাইসেন্স নেই। এগুলো নগরীতে অবৈধভাবে চলাচল করে যানজট সৃষ্টি করছে এবং প্রতিনিয়ত এদের অদক্ষ চালকের কারণে দুর্ঘটনাও ঘটছে। অথচ কতৃপক্ষ নির্বিকার। রিক্সাচালকগন অবিলম্বে ব্যাটারি চালিত রিকশা বন্ধ করার দাবী জানিয়ে অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন, মো. কামাল সরদার, শেখ ওমর আলি, নাজমুল খালেক, মোজ্জামেল, সিদ্দিক ফরাজিসহ প্রমুখ।