বরিশালে যুবতীকে (৩০) ধর্ষণের দায়ে ১২ বছর পর অভিযুক্ত দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত।
মঙ্গলবার (২০ মে) বিকেলে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রফিকুল ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, স্বরূপ গাজীর ছেলে সোহাগ গাজী ও সোহরাব গাজীর ছেলে স্বপন গাজী। তারা দু’জনেই বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।
বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান বলেন, ২০১২ সালের ১০ অক্টোবর রাতে বাকেরগঞ্জের গোবিন্দপুর গ্রামের এক যুবতীকে ধর্ষণ করে দণ্ডপ্রাপ্তরা। সেই ঘটনায় ১১ অক্টোবর ভুক্তভোগী বাদী হয়ে হয়ে বাকেরগঞ্জ থানায় মামলা করেন। স্বাক্ষ্যগ্রহণসহ বিভিন্ন তথ্য উপাত্ত পর্যালোচনা শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের বিরুদ্ধে এ রায় দেন।