৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৩:৩০
শিরোনামঃ

বরিশালে পুলিশ গ্রেপ্তারের পর হাতকড়া নিয়ে পালিয়েছে দুই যুবক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, মে ২১, ২০২৫,
  • 94 সংবাদটি পঠিক হয়েছে

বরিশাল নগরীতে ইয়াবা সেবনকালে মাদকের আসর থেকে আটক ৪ জনের মধ্যে দুই যুবক মিরাজ (২২) ও রাসেল (২০) একটি হাতকড়াসহ পালিয়েছে। বুধবার ((২১ মে) দুপুর ১২টার দিকে বরিশাল নগরীর ভাটিখানার সাহাপাড়া এলাকায় এ ঘটনায় ঘটে।

 

এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মশিউর রহমান। পলাতকদের একটি হাতকড়ার দুই প্রান্তে দুজনের হাত আটকে রেখেছিল পুলিশ।

 

এ সময় আটক হওয়া অন্য দুই ব্যক্তি হলেন, মামুন ও আল-আমিন। আটক ও পলাতকরা হলেন ভাটিখানার বাসিন্দা।

 

ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, ইয়াবা বিক্রি ও সেবন চলছে এমন খবরে কাউনিয়া থানার এসআই মামুনের নেতৃত্বে একটি দল সাহাপাড়ায় অভিযান চালায়। এ সময় চারজনকে আটক করা হয়।

 

আটকদের মধ্যে মিরাজ ও রাসেলকে একটি হাতকড়ায় আটকে রাখে পুলিশ। এরপর সুযোগ বুঝে পাশ্ববর্তী ঘরবাড়ির ফাঁকা জায়গা দিয়ে তারা পালিয়ে যায়।

 

নগর পুলিশের কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মশিউর রহমান বলেন, ‘যারা পালিয়েছে তাদের ধরতে আমাদের অভিযান চলছে। পালিয়ে যাওয়া ব্যক্তিদের গ্রেপ্তারের পর বিস্তারিত জানানো হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo