বরগুনা বেতাগীতে পুকুরের পানিতে ডুবে তাসিন নামে আট বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। পরিবারে বইছে শোকের মাতম।
১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২ টার দিকে উপজেলা পরিষদ পুকুরে সাঁতার শিখতে গিয়ে শিশু তাসিন পানিতে ডুবে মারা যায়। শিশু তাসিন পৌর ১ নম্বর ওয়াডের মো. রফিকুল ইসলাম শাকিল ও মা সিমা দম্পতির ছোট ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুরে দেড়টার সময় উপজেলা পরিষদ পুকুরে লাইফ জ্যাকেট পড়ে সাঁতার শিখতে যায় তাসিন। সাঁতার শেখার এক পর্যায়ে ডুবে যায়। কিছুক্ষণ পর তার পরিবার আশপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে পরে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আজ রাত নয়টা জানাজা নামাজশেষে পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডে পারাবারিক গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।