বরিশালের আগৈলঝাড়ায় সড়ক ও জনপথ বিভাগের সড়ক ও খালের পাশে অবৈধভাবে নির্মিত সাতটি স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার সকালে আগৈলঝাড়া থানা পুলিশের সহায়তায় উপজেলার রাজিহার বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন।
অভিযানে স্থানীয় বাসিন্দা সেলিম পাইক, সেকেন্দার ফকির, কামরুল ফকির, ফজলু হাওলাদার, বাবলু খা, সোহেল হাওলাদার এর অবৈধ ভাবে নির্মিত দোকান ঘর উচ্ছেদ করা হয়। এসময় অবৈধ দোকানের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করেন ইউএনও।
একই অভিযানে রাজিহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারী এলাকায় নির্মিত সেলিম পাইকের অবৈধ স্থাপনাসহ মোট ৭টি অবৈধ দোকান ঘর উচ্ছেদ করে।
ভ্রাম্যমান আদালতের অভিযানে অপর একটি অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সময় বেঁধে দিয়েছে আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন জানান, উপজেলার যেখানেই সরকারী জমিতে অবৈধ স্থাপনা নির্মিত হবে সেখানেই অভিযান চালিয়ে উচ্ছেদ করা হবে।
অবৈধ দখলকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে জানিয়ে আরও বলেন প্রয়োজনে জেল জরিমানাও করা হবে।