বরিশালের বাকেরগঞ্জে বিদেশী অস্ত্র, জাল টাকা ও ইয়াবাসহ একজনকে আটক করেছে র্যাব-৮ এর সদস্যরা। আটককৃতের নাম মোঃ মেহেদী হাসান (২৬)। সে বাকেরগঞ্জ উপজেলার ৪ নং ওয়ার্ড পিয়ারপুর এলাকার মোঃ কুদ্দুস মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় নগরীর রুপাতলীস্থ র্যাব-৮ এর কার্যালয় থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৮ বরিশাল সিপিএসসি কোম্পানির উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম।
তিনি জানান, বুধবার ৭ সেপ্টেম্বর রাত আটটায় বাকেরগঞ্জের পিয়ারপুর বাজার এলাকায় মাদক ক্রয় বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র্যাব-৮ এর সদস্যরা। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়।
পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে বাসা থেকে একটি বিদেশী পিস্তল, ৮১ হাজার জাল টাকা ও ৭৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি সুমন বিশ্বাস বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় অস্ত্র, জাল টাকা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করেন।
উপ পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম জানান, মেহেদী হাসানের বিরুদ্ধে মারামারি ও চুরির অভিযোগে বাকেরগঞ্জ থানায় আরো দুটি মামলা রয়েছে।