৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ১০:০৮
শিরোনামঃ

বরিশালে জমি নিয়ে বিরোধের জেরে মা-ছেলেকে কুপিয়ে জখম

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, সেপ্টেম্বর ২৪, ২০২২,
  • 203 সংবাদটি পঠিক হয়েছে

জমি নিয়ে বিরোধের জেরে নগরীর ২৮ নং ওয়ার্ডের শের-ই বাংলা সড়কের মসজিদ গলির বাসিন্দা আব্দুর রব আকনের স্ত্রী নাসিমা আক্তার (৫০) ও তার ছেলে আবুল বাশার রানা (৩০) নামের দুইজনকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে।

 

আহত  সূত্রে জানা গেছে, শনিবার জোহরের নামাজের পরে আব্দুর রব আকন তার নিজ বাসায় ফেরার পথে তারই আপন ভাই ও তার ছেলেরা তার গতিরোধ করে তার উপর হামর চেস্টা করে। এসময় আব্দুর রব আকনের ছেলে আবুল বাশার রানা তাদেরকে ঝামেলা সৃষ্টি না করতে বলে তার বাবাকে নিয়ে বাড়ির দিকে রওনা হন। এসময় মোকসেদুর রহমান আকন এবং তার তিন ছেলে সিদ্দিকুর রহমান আকন, আনিছুর রহমান আকন ও রিয়াদ আকন তাদের উপর হামলা চালায়।

 

হামলার ঘটনা শুনে ঘটনাস্থলে আব্দুর রব আকনের স্ত্রী নাসিমা আক্তার উপস্থিত হলে হামলাকারীরা তার মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।ঘটনার পর স্বজনেরা তাঁদের আশঙ্কাজনক অবস্থায় শেবাচিম হাঁসপাতালে ভর্তি করেন।

 

আহত আবুল বাশার জানান,আমাদের বাড়ির কিছু জায়গা নিয়ে আমার চাচার পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল।তারা আজ (শনিবার) আমাদের উপর পরিকল্পিত হামলা চালিয়েছে।এঘটনায় এয়ারপোর্ট থানায় একটি লিখিত আভিযোগ দেয়া হয়েছে।

 

 

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ হালদার জানান, এরকম কোনো অভিযোগ এখনো আমরা পাইনি।অভিযোগ পেলে অবশ্যই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo