৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ২:৪৮
শিরোনামঃ

মঠবাড়িয়ায় পুলিশের বিরুদ্ধে ঠিকাদারের ওপর হামলার অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, অক্টোবর ১০, ২০২২,
  • 174 সংবাদটি পঠিক হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্ব শত্রুতার জেরে জামাল আকন (৪০) নামে এক সাব ঠিকাদারের ওপর দু‘দফা হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। রোববার সকালে জাকির হোসেন নামে ওই পুলিশ সদস্য ও তাঁর লোকজন জামাল আকনের ওপর হামলা চালায়।

এ ঘটনায় আহত জামাল আকন পুলিশ সদস্য জাকির হোসেনসহ ৩ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দিলে ক্ষিপ্ত হয়ে সোমবার সকালে পুণরায় তাঁর ওপর হামলা চালানো হয়। স্থানীয়রা আহত জামাল আকনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। জামাল আকন উপজেলার কুমিরমারা গ্রামের আব্দুর রশিদ আকনের ছেলে ও পুলিশ সদস্য জাকির হোসেন একই এলাকার আফজাল হোসেনের ছেলে।

আহত জামাল আকন জানান, পুলিশ সদস্য জাকির হোসেন ছোট বেলা থেকেই এলাকার চিহ্নিত উচ্ছৃঙ্খল প্রকৃতির লোক। সম্প্রতি ছুটিতে সে বাড়িতে আসেন। আমি আমার জমিতে বালু ভরাট করতে গেলে সে আমার কাছে চাঁদা দাবি করে। আমি প্রতিবাদ করলে রোববার সকালে কুমিরমারা ওয়াপদা সংলগ্ন সিদ্দিক হাওলাদার বাড়ির সামনে আমাকে একা পেয়ে জাকির হোসেন তাঁর সহযোগি আলাউদ্দিন, আলম বেপারী সহ অজ্ঞাত ৩-৪ জন লোক আমাকে মারধর করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দিলে ক্ষিপ্ত হয়ে সোমবার সকালে পুনরায় কুমিরমারা বাজার সংলগ্ন জামে মসজিদের সামনে আমার ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এব্যপারে অভিযুক্ত পুলিশ সদস্য জাকির হোসেন, কোন সদুত্তর না দিয়ে বলেন, আমার ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান, মেম্বর ও গণ্যমান্য ব্যক্তিদের কাছ থেকে জেনে নিন।

স্থানীয় ইউপি সদস্য মো.খলিলুর রহমান বলেন, তাঁরা আপন মামা-ভাগ্নে। শুনেছি তাদের মধ্যে অর্থনৈতিক লেন-দেন নিয়ে দ্বন্দ চলমান রয়েছে। আমরা স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসা করে দেব।

মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo