ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে মোংলা সমুদ্র বন্দর ও তৎসংলগ্ন এলাকাকে ৭ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় আবহাওয়া অধিদপ্তর থেকে এ সতর্কতা সংকেত জারি করা হয়।
মোংলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক শিহাব কবির বলেন, সকাল থেকে বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাস বইছে। ঘূর্ণিঝড় সিত্রাং আরও বেশি শক্তিশালী হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে মোংলা সমুদ্র বন্দর ও তৎসংলগ্ন এলাকাকে ৭ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে মোংলা ও তৎসংলগ্ন এলাকায় সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।
মোংলা বন্দর ও সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অনুরোধ করা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে।