পিরোজপুরের কাউখালী উপজেলায় ইউপি সদস্য হত্যা মামলার প্রধান আসামি গাজী সিদ্দিকুর রহমানকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
গাজী সিদ্দিকুর রহমান (৫০) পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
শুক্রবার (৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলা থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তবে এ বিষয়ে শনিবার (৫ নভেম্বর) সকালে র্যাব ১১ এর মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
র্যাব জানায়, ৩১ অক্টোবর সকালে ইউনিয়ন পরিষদে যাওয়ার পথে ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের ভিটাবাড়িয়া আজহারিয়া দাখিল মাদ্রাসার কাছে এ হত্যাকাণ্ড ঘটে। অবশেষে র্যাবের অভিযানে গ্রেপ্তার করা হয় সিদ্দিকুর রহমানকে।
এর আগে ঘটনার দিন রাতে মোটরসাইকেল চালক মো. সজল জোমাদ্দার (২৮) ও মামুন ওরফে টাক মামুনকে (৪৫) গ্রেপ্তার করে ভান্ডারিয়া থানা পুলিশ।
উল্লেখ্য, কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পূর্ব-শত্রুতার জের ধরে সোমবার সকালে ইউপি সদস্য মামুন হাওলাদারকে (৪৫) কুপিয়ে হত্যা করা হয়।