বরিশাল জেনারেল হাসপাতালের সিলিংয়ের পলেস্তারা খসে পড়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মূল ভবনের দোতলায় এ দুর্ঘটনা ঘটে। এতে চিকিৎসা নিতে আসা এক রোগী আহত হন।
বিষয়টি নিশ্চিত করেছেন জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মলয় কৃষ্ণ বড়াল। তিনি জানান, এর আগেও অনেকবার পলেস্তারা খসে পড়ে রোগী ও চিকিৎসক আহত হয়েছেন। আজকেও ডা. মির্জা লুৎফর রহমান যখন রোগী দেখছিলেন তখন আকস্মিক পলেস্তারা খসে পড়ে।
এই কর্মকর্তা বলেন, দায়িত্ব পালনকালে আমরা চরম আতঙ্কের মধ্যে থাকি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাসপাতালের দোতলায় অন্য দিনের মতো নিজের কক্ষে রোগী দেখছিলেন ডা. মির্জা লুৎফর রহমান। এ সময় সিলিং থেকে পলেস্তারা খসে ডাক্তারের টেবিল ও এক নারী রোগীর মাথায় পড়ে।
ইউসুফ নামে এক রোগী বলেন, আমরা নিচতলায় ডাক্তার দেখানোর লাইনে দাঁড়ানো ছিলাম। হঠাৎ মনে হলো উপরে ছাদ ভেঙে পড়েছে। উপরে ছুটে গিয়ে দেখি ডাক্তারের রুমের অনেক জায়গা থেকে পলেস্তারা খসে পড়েছে। তিনি উদ্বেগ জানিয়ে বলেন, এভাবে যেকোনো সময় মানুষের প্রাণহানি হতে পারে।
শিরিন নামে আরেকজন বলেন, আমরা ডা. মির্জা লুৎফর রহমানকে দেখানোর জন্য এসেছি। পলেস্তারা খসে একজন রোগী আহত হয়েছেন। তবে ডাক্তার আঘাতপ্রাপ্ত হননি।