পটুয়াখালীর দুমকীতে আগুনে ৪ ঘর পুড়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ইউনুস, মোসলেম, কালাম ও মনির সরকার।
মঙ্গলবার (১১ এপ্রিল) রাত পৌনে ১২টার সময় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের দক্ষিণ চরবয়েড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পটুয়াখালী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ফিরোজ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী মো. জবাবের আল মেহেদী বলেন, তখন আমরা দোকানে বসে ছিলাম। হঠাৎ মোসলেম সরকারের ঘর জ্বলতে দেখে চিৎকার শুরু করলে এলাকাবাসী ছুটে আসেন। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পানি স্বল্পতার কারণে তা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ফিরোজ আহম্মেদ জানান, ‘জাতীয় জরুরি সেবা’ ৯৯৯ -এ কল পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। তদন্তের পর বলা যাবে।
দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম সালাম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।