৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৩:০২
শিরোনামঃ

বরিশালে ছাত্রলীগ নেতার হাজতের ছবি ভাইরাল, কনস্টেবল ক্লোজড

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, মে ১৮, ২০২৩,
  • 173 সংবাদটি পঠিক হয়েছে

বরিশাল মহানগরীর কাউনিয়া থানা হাজতে শুয়ে থাকা আসামিদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়ার ঘটনায় কনস্টেবল মাসুমকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

বরিশাল মহানগর পুলিশ গঠিত কমিটির প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় মঙ্গলবার (১৬ মে) তাকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। কনস্টেবল মাসুম বরিশাল মহানগর পুলিশের গোয়েন্দা শাখায় কর্মরত।

কাউনিয়া থানা পুলিশের সহকারী কমিশনার (এসি) তোতা মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গ্রেপ্তারকৃত আসামিদের সঙ্গে সেলফি তোলায় কাউনিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইদুল হককে ক্লোজড করা হয়েছিল।

প্রসঙ্গত, বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রইজ আহমেদ মান্নাকে গ্রেপ্তারের পর সেলফি তোলেন এসআই সাইদুল হক। কাউনিয়া থানা হাজতে রইজ আহমেদ মান্নাসহ গ্রেপ্তারকৃতদের শুয়ে থাকার ছবি ছড়িয়ে দেন কনস্টেবল মাসুম। রইজ আহমেদ মান্না আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের কর্মীদের অস্ত্র ঠেকিয়ে হুমকি ও মারধরের অভিযোগে ১৩ সহযোগীসহ কারাগারে রয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo