৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৩:৩২
শিরোনামঃ

বরিশালে নৌকার বিপক্ষে ভোট চাইছেন ছাত্রলীগ নেতা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, জুন ৮, ২০২৩,
  • 154 সংবাদটি পঠিক হয়েছে

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে মহানগর ছাত্রলীগ ও আওয়ামী লীগ সক্রিয়ভাবে কাজ করছে না বলে নগরীতে সমালোচনা চলছে। এরমধ্যেই জেলা ছাত্রলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক নওয়াজিস বিন মিজান নাসিফ নৌকার প্রচারণা বাদ দিয়ে নেমেছেন গোলাপ ফুল প্রতীকের প্রচারণায়।

যদিও জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত সুমন বলেছেন, নওয়াজিস বিন মিজান নাসিফ অন্য প্রার্থীর প্রচারণা করছেন এমন প্রমাণ পাচ্ছি না। প্রমাণ পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।

জানা গেছে, জেলা ছাত্রলীগের বর্তমান কমিটির সংস্কৃতি বিষয়ক সম্পাদক নওয়াজিস বিন মিজান নাসিফ জাকের পার্টি মনোনীত গোলাপ ফুল প্রতীকের মেয়র প্রার্থী মিজানুর রহমান বাচ্চুর ছেলে। এদিকে আওয়ামী লীগের মেয়র পদের মনোনয়ন বঞ্চিত মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহর অনুসারী। আগের নির্বাচনে সাদিক আব্দুল্লাহর পক্ষে সার্বক্ষণিক প্রচারণায় অংশ নিলেও এবার উল্টো নৌকার প্রার্থীকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাসও দিচ্ছেন।

নওয়াজিস বিন মিজান নাসিফ তার স্ট্যাটাসে লিখেছেন, ‌‘নৌকা পেলেই মেয়র সেই চিন্তা বাদ দিয়ে একটা ঘুম দেন এখন, বরিশালেও ইতিহাস হবে ইনশাআল্লাহ।’

এদিকে ভোটের লড়াইতে প্রভাবশালী না হলেও জাকের পার্টির প্রার্থী মিজানুর রহমান বাচ্চু শেষ সময়ে প্রচার-প্রচারণা বাড়িয়েছেন। বাবার নির্বাচন পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন ছেলে নাসিফ।

তিনি বলেন, আমার বাবা যেখানে প্রার্থী সেখানে প্রশ্ন ওঠা উচিত না। আমার চোখে আমার বাবাই সবচেয়ে যোগ্য প্রার্থী। তিনি একজন সৎ, নির্ভীক, নির্লোভ এবং ভালো মানুষ। বাবার নির্বাচন করতে গিয়ে যদি প্রিয় সংগঠন কোনো সিদ্ধান্ত নেন তাতে আমার কোনো আপত্তি থাকবে না।

প্রসঙ্গত, বরিশাল সিটি নির্বাচনে জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চুসহ ৭ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নৌকা, লাঙ্গল, হাতপাখা ও টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থীরা বেশ আলোচনায় রয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo